ভারতকে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া | চ্যানেল আই অনলাইন

ভারতকে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর লড়লেন শেষপর্যন্ত। সম্ভাবনাও জেগেছিল ভারতের। শেষ ওভারে দরকার ছিল ১৪ রান। তখন অস্ট্রেলিয়ার বোলার অ্যানাবেল সাদারল্যান্ড ঝলক দেখান। তার দুটি উইকেটের পাশাপাশি ওভারটিতে চার উইকেট তুলে নেয় অজিবাহিনী। ৯ রানের পরাজয় দেখতে হয়েছে ভারতকে। টানা চার জয়ে আসরের প্রথম দল হিসেবে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

শারজায় টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ৮ উইকেটে ১৫১ রান তোলে। জবাবে ৯ উইকেটে ১৪২ রানে থামে ভারত। চার ম্যাচে দুটিতে জিতে ভারতের পয়েন্ট ৪। সেমির আশা ক্ষীণ বলা চলে তাদের। ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তান-নিউজিল্যান্ডের লড়াই শেষে ভাগ্য নির্ধারিত হবে হারমানপ্রীতদের।

GOVT

পাকিস্তান ম্যাচে চোট পেয়েছিলেন অ্যালিসা হিলি। ভারত ম্যাচে নামা হয়নি তার। অজি অধিনায়কের পরিবর্তে ওপেনিংয়ে নামেন গ্রেস হ্যারিস। দারুণ করেছেন, ৪২ বলে ৪০ রান করেন। ভারপ্রাপ্ত অধিনায়ক তাহিয়া ম্যাকগ্রা ২৬ বলে ৩২ এবং এলিস পেরি ২৩ বলে ৩২ রান তোলেন। শেষঅবধি অজিদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৫১ রান।

ভারতের দীপ্তি শর্মা ও রেনুকা সিং দুটি করে উইকেট নেন।

জবাবে ভারত লড়ে শেষঅবধি। শেষ ওভারে দুটি রানআউটসহ মোট চার উইকেট হারিয়ে তাদের জয়ের পথ ভেস্তে যায়। অধিনায়ক হারমানপ্রীত ৪৭ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন। দীপ্তি শর্মা ২৫ বলে ২৯ এবং শেফালি ভার্মা ১৩ বলে ২০ রান করেন।

অজিদের হয়ে সাদারল্যান্ড ও সোফি মোলিনেক্স দুটি করে উইকেট নেন।

Scroll to Top