টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছিল সাউথ আফ্রিকা। ভারতকে হারিয়ে লর্ডসের সেই ফাইনালে তাদের প্রতিপক্ষ হলো অস্ট্রেলিয়া। ফাইনালে ওঠার সমীকরণটা নিজেদের হাতেই ছিল তাদের। সিডনি টেস্টে ভারতকে হারালেই লর্ডসের ফাইনালের টিকেট নিশ্চিত প্যাট কামিন্সের দল। সেই কাজটা ৩ দিনেই সফল করেছে তারা। বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের শেষ ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছেন অজি বাহিনী।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার টসে জিতে ব্যাটে নামে ভারত। প্রথমদিনে সব উইকেট হারিয়ে ১৮৫ রানে অলআউট হয় বুমরাহ বাহিনী। ভারতের পক্ষে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন রিশভ পান্ট। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৮১ পর্যন্ত তুলতে পারে স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসেও পান্টের ৬১ রানের ঝড়ো ইনিংসে ভর করে ১৫৭ রানে থামে ভারত। রান তাড়ায় নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে প্যাট কামিন্স বাহিনী।
৬ উইকেটে ১৪১ রান নিয়ে রোববার দিনের খেলা শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে স্কট বোল্যান্ডের ৬ এবং পুরো ম্যাচে ১০ উইকেট শিকারে সফরকারীরা ১৫৭ রানে গুটিয়ে যায়। প্রথম ইনিংসের ৪ রান লিড পাওয়ায় তাদের পুঁজি দাঁড়ায় ১৬১ রান। তবে জাসপ্রীত বুমরাহহীন দলের জন্য সেটি যে মামুলী সংগ্রহ তারই প্রমাণ মিলল অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে। ৬ রানের বেশি গড়ে ব্যাট করে তারা জয়ের বন্দরে নোঙর করে ২৭ ওভারে।
১৬২ রানের লক্ষ্যে নেমে ৫৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। স্যাম কনস্টাস, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ এই তিনজনকেই তুলে নেন এক বছর পর টেস্ট খেলতে নামা প্রসিধ কৃষ্ণা।
জয়ের জন্য অস্ট্রেলিয়ার তখনো বাকি ১০৪ রান। তবে চোটের কারণে বুমরাহ না থাকায় উসমান খাজা-ট্র্যাভিস হেডদের জন্য লড়াই কিছুটা হলেও সহজ হয়ে উঠে। এবারের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে প্রতি ম্যাচেই অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনআপকে সবচেয়ে বড় পরীক্ষায় ফেলেছেন বুমরা। গতকাল খেলার মাঝে মাঠ ছেড়ে যাওয়ার আগপর্যন্ত একাই নেন ৩২ উইকেট। বুমরাহ সকালে ব্যাটিংয়ে নামলেও পরে ফিল্ডিংয়ের সময় মাঠে নামেননি।
দুই দলের মুখোমুখি দেখায় সর্বশেষ ২০১৪-১৫ মৌসুমে বোর্ডার-গাভাস্কার সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর ২০১৬-১৭ মৌসুম থেকে শুরু করে ভারতই বিশেষ এই ট্রফির প্রতিটি সিরিজ জিতে আসছে। সিরিজের চতুর্থ টেস্টে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার লড়াইয়ে আগেই পিছিয়ে পড়েছিল ভারত, শেষ ম্যাচ পুরোপুরি ছিটকে গেছে ভারত।