ভয়েস অব আমেরিকা (ভিওএ) এবং অন্যান্য মার্কিন সরকার-নিয়ন্ত্রিত আন্তর্জাতিক সম্প্রচার সংস্থায় ৫০০ জনেরও বেশি সাংবাদিকদের ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন। এই পদক্ষেপের ফলে এই সংস্থাগুলোর ভবিষ্যৎ নিয়ে চলমান একাধিক আইনি লড়াই আরও জোরদার হতে পারে।
সংবাদমাধ্যম সিবিএস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মার্কিন গ্লোবাল মিডিয়া সংস্থার ভারপ্রাপ্ত সিইও ক্যারি লেক শুক্রবার (২৯ আগস্ট) রাতে এক সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে এই ছাঁটাইয়ের ঘোষণা দেন।
তিনি বলেন, এই প্রক্রিয়াটি প্রেসিডেন্টের নির্দেশে করা হচ্ছে যেন ফেডারেল আমলাতন্ত্র কমানো, সংস্থার সেবা উন্নত করা এবং যুক্তরাষ্ট্রের জনগণের কষ্টার্জিত অর্থ সাশ্রয় করা যায়।
ক্যারি লেক আরও বলেন, এই ছাঁটাইয়ের পরও মার্কিন গ্লোবাল মিডিয়া সংস্থা তাদের আইনসম্মত মিশন পালন করে যাবে। এতে সংস্থার কার্যকারিতা বাড়বে এবং পৃথিবীর বিভিন্ন স্বৈরাচারী ও কমিউনিস্ট শাসিত দেশে বসবাসকারী মানুষের কাছে সত্য পৌঁছানো সহজ হবে।
আইনি জটিলতা বাড়ছে
এই ঘোষণার একদিন পরেই, একজন ফেডারেল বিচারক ক্যারি লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিট্জকে বরখাস্ত করা থেকে বিরত রাখার নির্দেশ দেন।
জেলা বিচারক রয়েস ল্যামবার্থ বলেন, আব্রামোভিট্জকে বরখাস্ত করা হলে তা হবে সরাসরি আইনবিরোধী। বিচারক ল্যামবার্থ জানান, বিওএ পরিচালকের অপসারণে ইন্টারন্যাশনাল ব্রডকাস্টিং অ্যাডভাইজরি বোর্ডের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন প্রয়োজন।
ভিওএর কিছু কর্মচারী এক বিবৃতিতে জানান, ‘আমরা লেকের ধারাবাহিক আক্রমণকে ঘৃণ্য মনে করছি। আমরা আশা করছি আদালতে তার জবানবন্দিতে প্রকাশ পাবে, তিনি কংগ্রেস নির্ধারিত নিয়ম মেনে সংস্থাটিকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছিলেন কি না। এখন পর্যন্ত এর কোনো প্রমাণ আমরা পাইনি। তাই আইনের আওতায় আমাদের অধিকারের জন্য আমরা লড়াই চালিয়ে যাব।’
উল্লেখ্য, ভিওএর অধিকাংশ সাংবাদিক চলতি বছরের মার্চ থেকে প্রশাসনিক ছুটিতে আছেন। তবে ইসরায়েল-ইরান যুদ্ধ শুরুর পর কিছু ফারসি ভাষার সাংবাদিককে আবার কাজে ফেরানো হয়। পাশাপাশি কিউবা সম্প্রচার বিভাগ, যা মায়ামি থেকে স্প্যানিশ ভাষায় সংবাদ প্রচার করে, সেখানকার সাংবাদিকদের ওপর ছাঁটাই কার্যকর হবে না।
সমালোচকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর বড় আঘাত হানবে এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রভাব কমিয়ে দেবে। প্রশাসন বরাবরই ভয়েস অব আমেরিকাকে ‘ট্রাম্পবিরোধী’ ও ‘উগ্র’ বলে অভিযুক্ত করে এসেছে।
বর্তমানে ভয়েস অব আমেরিকা টেলিভিশন, রেডিও ও অনলাইন প্ল্যাটফর্মে প্রায় ৫০টি ভাষায় সংবাদ সম্প্রচার করে।