Last Updated:
এই সমস্ত এলাকায় রাজ্য সরকার তাদের কাজ শুরু করেছে৷ সেচ দফতর, পঞ্চায়েত দফতর, জেলা প্রশাসন সহ স্থানীয় পুরসভা লাগাতার কাজ চালিয়ে যাচ্ছে।

সামশেরগঞ্জ: প্রতিদিন গঙ্গা ভাঙনে তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি। ভয়াবহ চিত্র সামশেরগঞ্জ এলাকায়। রিপোর্ট উঠে আসছে ২০ মিটার ও ১০০ মিটার এলাকায় একাধিক বাড়ি এখনও বিপদের মুখে দাঁড়িয়ে৷ কেন্দ্রের কাছে ভাঙ্গন রোধে বারবার সাহায্য চাওয়া হলেও, মিলছে না কোনও সাহায্য। রাজ্যের উদ্যোগেই চলছে কাজ, পুনর্বাসন।
২০২৩ সালের ৫মে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সরেজমিনে দেখে আসেন ভাঙন বিধ্বস্ত সামশেরগঞ্জ৷ তিনি সঙ্গে সঙ্গে বরাদ্দ করেছিলেন ১০০ কোটি টাকা। সেই টাকায় কাজ শুরু হয়৷ ছ’টি জায়গা রয়েছে যা ভাঙ্গনে বিপর্যস্ত৷ এর মধ্যে পাঁচটি জায়গায় কাজ শুরু হয়েছে৷ নির্বাচনী বিধির জন্য একটা টেন্ডার আটকে ছিল। সেটার কাজও শুরু হবে শীঘ্রই। ভাঙনের কারণে যে সমস্ত এলাকায় বাড়ির ক্ষতি হয়েছে, তা হল -নিমতিতা ৪৪৮টি বাড়ি, চাচন্দার ২২০টি বাড়ি, প্রতাপগঞ্জের ২২৩টি বাড়ি, বোগদাদনগর ১৫৭টি বাড়ি, তিনপুকুরিয়া ৭৫টি বাড়ি।
আরও পড়ুন: ২০২৭ সালের বিশ্বকাপে কি খেলবেন রোহিত-কোহলি? অবসর নিয়ে বোর্ডের বিরাট পরিকল্পনা ফাঁস
এই সমস্ত এলাকায় রাজ্য সরকার তাদের কাজ শুরু করেছে৷ সেচ দফতর, পঞ্চায়েত দফতর, জেলা প্রশাসন সহ স্থানীয় পুরসভা লাগাতার কাজ চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে ভয় ধরাচ্ছে ২০ মিটার ও ১০০ মিটার এলাকায় ভাঙন। রাজ্য সেচ দফতর সূত্রে খবর, ইউপিএ আমলে ফারাক্কা ব্যারেজ অথরিটির দায়িত্ব ছিল ১২০ কিমি অংশ তদারকি করার। যার মধ্যে আপ স্ট্রিমে ৪০ কিমি ও ডাউন স্ট্রিমে ৮০ কিমি অংশ ছিল। কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার মাত্র ১৯ কিমি দায়িত্ব নিয়েছে বলে অভিযোগ।রাজ্যের সেচ মন্ত্রী কিছুদিন আগেই এই সব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এসেছেন। তার অভিযোগ, “মালদা, মুর্শিদাবাদের এই সমস্ত এলাকার মানুষ কি মঙ্গল গ্রহ থেকে এসেছেন, যে তাদের সাথে এমন আচরণ করা হচ্ছে?” মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ২৪৬ পরিবারকে পাট্টা দিয়েছেন। ৫৭০ পরিবারকে বাড়ি বানাতে ৭০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার উদাসীন বলে অভিযোগ শাসক দলের।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
March 13, 2025 9:32 AM IST
Digha: এবার দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন দেখতে পাবেন নিজের পাড়ায় বসেই… অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন