ব্লাড ক্যানসারে আক্রান্ত খুবি শিক্ষার্থী রাকিব, বাঁচাতে প্রয়োজন ৫০ লক্ষ টাকা

ব্লাড ক্যানসারে আক্রান্ত খুবি শিক্ষার্থী রাকিব, বাঁচাতে প্রয়োজন ৫০ লক্ষ টাকা

ব্লাড ক্যানসারে আক্রান্ত খুবি শিক্ষার্থী রাকিব, বাঁচাতে প্রয়োজন ৫০ লক্ষ টাকা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের শিক্ষার্থী রাকিব হাসান ব্লাড ক্যানসারে আক্রান্ত। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অস্থিমজ্জা বিকল হয়ে ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। এমতাবস্থায় সুচিকিৎসার জন্য অস্থিমজ্জা প্রতিস্থাপনে প্রয়োজন প্রায় ৫০ লাখ টাকা। যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব না। বর্তমানে ঢাকার আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল ভর্তি রয়েছেন।

সহপাঠীরা জানান, রাকিব হাসানের বাসা ঝিনাইদহ। তার বাবা বার্ধক্যজনিত কারণে কর্মক্ষম নন। বড় ভাই একাই পরিবারের আয়ের দায়িত্ব বহন করছেন। ইতোমধ্যে নিজেদের জমিজমা বিক্রি করে চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে পরিবারটি প্রায় নিঃস্ব হয়ে গেছে। চিকিৎসার ব্যয়বহুল খরচ জোগাড় করতে পারলেই রাকিবের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তাই তার পরিবার ও সহপাঠীরা সবার কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।

রাকিব হাসান জানান, তার অস্থিমজ্জা পুরোপুরি বিকল হয়ে গেছে। অস্থিমজ্জা প্রতিস্থাপন না হলে বাঁচানো সম্ভব না। ক্যান্সার রোগীর এমআরডি থাকা উচিত সর্বোচ্চ ০ দশমিক ১ শতাংশ অথচ রিপোর্টে এসেছে ৭ দশমিক ৭৯ শতাংশ—প্রায় ৭০০ গুণ বেশি।

রাকিবের জন্য সাহায্য পাঠাতে…
বিকাশ: ০১৭৮৭৭৬১২২৬ (মাহমুদুল হাসান), ০১৭৯৫৪৬৯৩২১ (তাওসীফ অনিক), ০১৭৪৮৬৪১৪১৪ (অমিত দেবনাথ), ০১৭২৯৪০৮৭১৩ (মোঃ আতাউল্লাহ)

রকেটঃ ০১৬২৫১৫৩৪৪১৫ (তাওসীফ অনিক)

নগদঃ ০১৭৬৬২২৫১৮৬ (সুজন দাস)

ব্যাংকঃ অগ্রণী ব্যাংক
হিসাবঃ 18 BATCH, LAW DISCIPLINE, KU
হিসাব নম্বরঃ ০২০০০২৪০০৫৫৬৪
ব্রাঞ্চঃ অগ্রণী ব্যাংক, খুলনা বিশ্ববিদ্যালয় শাখা
রাউটিং নম্বরঃ ০১০৪৭১৬৯০

এসআইএন/এটিএম

Scroll to Top