স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ১৯৪৬-৪৭ অ্যাশেজের ‘ব্যাগি গ্রিন’ টুপি কিনে নিয়েছে অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর। বাংলাদেশি মুদ্রায় অজিদের প্রয়াত কিংবদন্তি ব্যাটারের টুপি কিনতে খরচ করতে হয়েছে ৩ কোটির বেশি। এর আগে ক্যানবেরা জাদুঘরে ছিল এটি। যা সংরক্ষণে রাখতে অর্ধেক অর্থ খরচ করেছে দেশটির ফেডারেল সরকার।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট সিরিজ ছিল। যে সিরিজে অজিদের দাপটে প্রতিনিধিত্ব করেন টেস্টে সর্বোচ্চ ব্যাটিং গড়ের মালিক ব্র্যাডম্যান। ব্র্যাডম্যানের ১১টি ‘ব্যাগি গ্রিন’ টুপির মধ্যে ৯টি রয়েছে তার পরিবারের ব্যক্তিগত সংরক্ষণে। একটি সংরক্ষিত আছে অস্ট্রেলিয়ার স্পোর্টস জাদুঘরে। সম্প্রতি চালু করা জাদুঘরের ল্যান্ডমার্ক গ্যালারিতে কিংবদন্তির অন্যসব স্মৃতিচিহ্নের পাশাপাশি রাখা হয়েছে টুপিটি।

দেশটির শিল্পমন্ত্রী বলেছেন, ‘টুপিটি কেনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশকে রক্ষা করা।
এমন একজন অস্ট্রেলীয় যিনি সর্বকালের সেরা ক্রিকেটার ডোনাল্ড ব্র্যাডম্যানের কথা শোনেননি খুঁজে পাওয়া দুষ্কর। যারা শোনেননি তাদের সঙ্গে মোকাবেলা করা কঠিন হবে।’
‘এখন অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘরে তার আইকনিক টুপি সংরক্ষণে রাখার অর্থ হল, দর্শনার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে মেলবন্ধন ঘটানো।’
দেশটির জাতীয় জাদুঘরের পরিচালক ক্যাথরিন ম্যাকমাহন বলেছেন, ‘ব্র্যাডম্যানের ‘ব্যাগি গ্রিন’ কিংবদন্তি ব্যাটারের জীবনকে চিহ্নিত করে। সেই দুঃসময়কে বিশ্বযুদ্ধের দামামার পরে ক্রীড়াবিদরা অস্ট্রেলিয়ানদের আশা দিয়েছিলেন। আমরা আনন্দিত যে জাতীয় সম্পদটি এখানে অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘরে সমস্ত অস্ট্রেলিয়ানদের জন্য উন্মুক্ত করে দিতে পেরে।’
অজিদের হয়ে ৫২ ম্যাচ খেলেছেন ব্র্যাডম্যান। ৮০ ইনিংস খেলে রান তুলেছেন ৬,৯৯৬। ২৯ শতকসহ তার ব্যাটিং গড় প্রায় ১০০। যে রেকর্ড এখনও অক্ষত আছে।