ব্র্যাক ব্যাংকের ‘হোলসেল ব্যাংকিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ব্র্যাক ব্যাংকের ‘হোলসেল ব্যাংকিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ব্র্যাক ব্যাংক সম্প্রতি বার্ষিক ‘হোলসেল ব্যাংকিং কনফারেন্স ২০২৪’ আয়োজন করেছে। কনফারেন্সের মূল লক্ষ্য ছিল করপোরেট গ্রাহকদের আরও উন্নত সেবা দেওয়ার কৌশল অন্বেষণ ও পরিকল্পনা প্রণয়ন।  

গত রোববার কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত এ কনফারেন্সে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম এবং করপোরেট ব্যাংকিং ও ট্রেজারি ডিভিশনের সহকর্মীরা অংশ নেন। কনফারেন্সে ব্যাংকের ভবিষ্যৎ ব্যবসায়িক কার্যক্রমের সম্প্রসারণে সম্ভাব্য কৌশল প্রণয়ন নিয়ে আলোচনা করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স মো.শাহীন ইকবাল অংশগ্রহণমূলক এই আলোচনা পরিচালনা করেন।

Scroll to Top