ব্রুক-ডাকেটের ব্যাটে চড়ে ইংল্যান্ডের বড় জয়

ব্রুক-ডাকেটের ব্যাটে চড়ে ইংল্যান্ডের বড় জয়
ব্রুক-ডাকেটের ব্যাটে চড়ে ইংল্যান্ডের বড় জয়

হ্যারি ব্রুক ও বেন ডাকেটের মারকুটে ব্যাটিংয়ে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। করাচিতে পাকিস্তানের বিপক্ষে ৩য় টি-টোয়েন্টি ম্যাচে ৬৩ রানের জয় পেয়েছে সফরকারীরা।

আগের ম্যাচে ১৯৯ রান করেও ১০ উইকেটের ব্যবধানে হারতে হয়েছিল ইংলিশদের। তবে এদিন দলে কিছু পরিবর্তন এনে পাকিস্তানকে এক প্রকার পাত্তাই দেয়নি তারা।

টসে হেরেও প্রথমে ব্যাটিং পায় মইন আলির দল। অভিষিক্ত উইল জ্যাকসের ঝড়ো ব্যাটিংয়ে শুরুটা দারুণ হয়েছিল তাদের। ২২ বলে ৮ চারে ৪০ রান করেন জ্যাকস।

৮২ রানে ৩ উইকেট হারানো ইংলিশদের এরপর দুর্দান্ত এক জুটি উপহার দেন দুই মিডল অর্ডার ব্যাটসম্যান ডাকেট ও ব্রুক। আক্রমণাত্নক ব্যাটিংয়ে ১৩৯ রানের অবিচ্ছিন্ন ও অসাধারণ জুটি আসে এ দুইজনের পক্ষ থেকে। ৩ উইকেটে ২২১ রানের পাহাড় দাড় করায় তারা।

পাঁচে নেমে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন ব্রুক। মাত্র ৩৫ বলে ৮ চার ও ৫ ছয়ে সর্বোচ্চ ৮১ রানে অপরাজিত থাকেন তিনি। কম যাননি ডাকেটও। ৪২ বলে ৮ চার ও ১ ছয়ে ৭০ রানে অপরাজিত থাকেন তিনি।

পাকিস্তানের পক্ষে উসমান কাদির ২টি ও মোহাম্মদ হাসনাইন ১ উইকেট পান।

জবাবে ব্যাটিংয়ে নেমে শান মাসুদ ছাড়া স্বাগতিকদের আর কোন ব্যাটসম্যান ইংলিশ বোলারদের যোগ্য জবাব দিতে পারেনি। বোলারদের দারুণ মুন্সিয়ানায় ১৫৮ রানে থামতে বাধ্য হয় পাকিস্তান।

মাসুদ ৪০ বলে ৩ চার ও ৪ ছয়ে ৬৫ রানে অপরাজিত থাকেন। খুশদিল ২৯ ও নেওয়াজ ১৯ রান করেন।

ইংলিশদের পক্ষে মার্ক উড ৩টি ও আদিল রশিদ ২ উইকেট নেন।

ম্যাচ সেরার পুরস্কার পান হ্যারি ব্রুক।

সংক্ষিপ্ত স্কোরঃ

ইংল্যান্ডঃ ২২১/৩ (২০), সল্ট ৮, জ্যাকস ৪০, মালান ১৪, ডাকেট ৭০*, ব্রুক ৮১*; হাসনাইন ৪-০-৩৬-১, উসমান কাদির ৪-০-৪৮-২

পাকিস্তানঃ ১৫৮/৮ (২০), রিজওয়ান ৮, বাবর ৮, হায়দার ৩, মাসুদ ৬৫*, ইফতিখার ৬, খু্শদিল ২৯, নেওয়াজ ১৯, কাদির ০, রউফ ৪, হাসনাইন ৬*; টপলি ৪-০-২২-১, উড ৪-০-২৪-৩, স্যাম কারেন ৪-০-৩৭-১, আদিল ৪-০-৩২-২

ফলাফলঃ ইংল্যান্ড ৬৩ রানে জয়ী।

ম্যাচ সেরাঃ হ্যারি ব্রুক (ইংল্যান্ড)

Scroll to Top