উদীয়মান অর্থনীতির দেশগুলোর সংগঠন ব্রিকসের সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ব্রিকসের কোনো সদস্য রাষ্ট্র যদি মার্কিন বিরোধী নীতি মেনে চলে, তবে তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। খবর রয়টার্স।
রোববার তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, “ব্রিকসের যেকোনো দেশ যারা আমেরিকাবিরোধী নীতি মেনে চলবে, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই নীতির কোনো ব্যতিক্রম হবে না। এই বিষয়ে মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ।”
তবে তিনি “মার্কিন বিরোধী” বলতে কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
২০০৯ সালে ব্রিকসের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, সেখানে ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীনের নেতারা যোগ দিয়েছিলেন। পরবর্তীতে এই গ্রুপটি দক্ষিণ আফ্রিকাকে যুক্ত করে এবং গত বছর মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়াকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে।