এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ব্রাজিলে একটি বাস ও পণ্যবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২১ ডিসেম্বর) ভোরে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনা জেরাইসে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রথমে দুর্ঘটনা কবলিত বাসটির চাকা ফেটে যায়। চালক নিয়ন্ত্রণ হারালে একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
এসময় পেছন দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী যান ওই বাসটিতে ধাক্কা দেয়। এসময় মাঝখানের বাসটিতে আগুন ধরে যায়।
গভর্নর রোমিউ জেমা এক্সে এক পোস্টে লিখেছেন, তিনি ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য মিনাস গেরাইস সরকারকে নির্দেশ দিয়েছেন। জেমা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ট্র্যাজেডি মোকাবিলার জন্য সবচেয়ে মানবিক উপায়ে সহায়তা করতে আমরা কাজ করছি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ট্রাকটিতে একটি গ্রানাইট ব্লক নেওয়া হচ্ছিল। ওই সংঘর্ষের কারণে ব্লকটি বাসটির ওপরে পড়ে। এতে বাসের ভেতর আটকে পড়ে ও আগুনে প্রাণহানি হয়। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি দুর্ঘটনাটিকে ‘ভয়াবহ শোকগাথা’ হিসেবে উল্লেখ করেছেন।
পুলিশ জানিয়েছে, দেশটির মহাসড়কগুলোতে ২০০৭ সালের পর এত বড় দুর্ঘটনা ঘটেনি।