ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ বিপর্যয়ের কে কোথায়

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ বিপর্যয়ের কে কোথায়

কারও কাছে ‘মারাকানাজ্জো’র পর সবচেয়ে বড় বিপর্যয়। কারও কাছে বেলো হরিজন্তের সেই হার মারাকানাজ্জোর চেয়েও মর্মন্তুদ। জাতীয় বিপর্যয়!

ব্রাজিলিয়ানদের কাছে ৭–১ গোলে সেই হারের অপর নাম ‘মিনেইরাচো’—যেহেতু খেলাটা হয়েছিল মিনেইরাও স্টেডিয়ামে। স্কোরলাইন দেখেই নিশ্চয়ই ধরে ফেলেছেন কোন সে হার। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে যে হারটা হেরেছিল ব্রাজিল।

তারপর থেকে ব্রাজিলের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারের এই স্কোরলাইন যেন ফিরে ফিরে আসে। কখনো মিম হয়ে, কখনোবা অন্য কোনো ম্যাচের স্কোরলাইন এমন হলে, এমনকি কোনো দল ৭ গোল করলে কিংবা হজম করলেও ফিরে আসে ব্রাজিলিয়ানদের সেই হারের প্রসঙ্গ—যা আবার এ দেশের অনেক ফুটবলপ্রেমীর কাছে ‘সেভেন আপ’ নামেও পরিচিত। প্রশ্ন হলো, এখন আবার কী প্রসঙ্গে সেই স্কোরলাইন ফিরিয়ে আনা।

Scroll to Top