বুধবার ব্রাজিলের অর্থমন্ত্রী ফার্নান্দো হাদাদ বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে আগামী সপ্তাহে তিনি ফোনে কথা বলবেন। ট্রাম্প প্রশাসনের আরোপিত ৫০ শতাংশ শুল্ক নিয়ে সম্ভাব্য চুক্তি নিয়ে তাঁরা আলাপ করবেন।
হাদাদ সাংবাদিকদের বলেন, ‘আগামী বুধবার (বেসেন্টের) আলোচনা হবে। আলোচনায় অগ্রগতি হলে, পরবর্তী সময়ে আমাদের মধ্যে সরাসরি বৈঠক হতে পারে।’