ভুলে যাওয়ার মতো মৌসুম কাটানোর পর এবার সর্বোচ্চ শক্তি দিয়ে দলবদলের বাজারে নেমেছে ম্যানচেস্টার ইউনাইটেড। একেরপর এক ফুটবলার কিনছে রেড ডেভিলরা। এবার তাদের নজর ব্রাজিলীয় ক্লাব ইন্টারনাসিওনালের ফরোয়ার্ড রিকার্ডো ম্যাথিয়াসের ওপর। আগে থেকেই অবশ্য ১৯ বর্ষী ফরোয়ার্ডকে নজরে রেখেছিল ক্লাবটি। তাকে পর্যবেক্ষণ করতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি একটি দলও পাঠায় ব্রাজিলে।
কোপা দো ব্রাজিলের শেষ ষোলোয় ফ্লুমিনেন্সের বিপক্ষে ম্যাথিয়াসের ইন্টারনাসিওনালের ম্যাচটি নজরে রাখে ইউনাইটেডের পর্যবেক্ষক দল। ম্যাথিয়াসদের দল ১-১ গোলে ড্র করলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেয় ইন্টারনাসিওনাল। সে ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন তরুণ এই ফরোয়ার্ড। ম্যাথিয়াসের দল হেরে গেলেও ম্যানচেস্টার ইউনাইটেডের স্কাউট আলেক্সান্দ্রে তোরেসের নজর কাড়েন তিনি।
আলেক্সান্দ্রে তোরেস নিজেও একজন সাবেক ব্রাজিলীয় ফুটবলার এবং কিংবদন্তি কার্লোস আলবার্তো তোরেসের ছেলে। তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের অফিসিয়াল দায়িত্বে আছেন।
৬.২ ফুট উচ্চতার ম্যাথিয়াসের গতি ও ক্ষিপ্রতা প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য আতঙ্কের। তার খেলার ধরন বার্সা তারকা রবার্ট লেভান্ডোভস্কির সঙ্গে তুলনা করা হয়। দলবদলের বাজারে বছর খানেক আগেও তার মূল্য ছিল এক মিলিয়ন ইউরো, বছর ঘুরতেই বেড়ে দাঁড়িয়েছে ৪ মিলিয়ন ইউরোয়। ইন্টারনাসিওনালের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে তার।