ব্যুত্থান অ্যাসোসিয়েশনের নতুন নির্বাহী জাতীয় কমিটি গঠন

ব্যুত্থান অ্যাসোসিয়েশনের নতুন নির্বাহী জাতীয় কমিটি গঠন

ব্যুত্থান অ্যাসোসিয়েশনের নতুন নির্বাহী জাতীয় কমিটি গঠনব্যুত্থান অ্যাসোসিয়েশনের নতুন নির্বাহী জাতীয় কমিটি গঠনপ্রফেসর মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান সভাপতি করে বাংলাদেশ ব্যুত্থান অ্যাসোসিয়েশনের ১৯ সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী জাতীয় কমিটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে।

কমিটির প্রথম সভা শনিবার (৯ আগস্ট) ঢাকা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নতুন সভাপতি প্রফেসর মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান।

সভায় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মো. এডভোকেট শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বিশ্ব রেকর্ডধারী ও ‘ডিসকভারি চ্যানেলে খ্যাত সুপারহিউম্যান’ গ্র্যান্ডমাস্টার এম এ কে ইউরী বজ্রমুনি, যুগ্ম সম্পাদক খালিল আশরাফ, লে. কর্নেল (অব.) ইউসুফ এবং ক্যাপ্টেন (অব.) তারিক। অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক খালেদ মাহমুদ, খলিল উল্লাহ আশরাফ, মেহেদি হাসান তমাল, সাইদ তানভির রহমান, আব্দুল্লাহ আল মাহমুদ সালাম, কাজি মাহিন মাহমুদ, ডিএম ওজায়ের হোসেন ও কাওছার মাতুব্বর।

সভায় প্রফেসর মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান ভবিষ্যৎ পরিকল্পনা এবং ব্যুত্থান এর কৌশলগত আলোচনার পাশাপাশি আসন্ন বজ্রপ্রাণ ব্যায়াম প্রতিযোগিতার বিষয়ে আলোচনা করেন। তিনি দক্ষিণ এশিয়ার একটি ক্রীড়া ব্যুত্থানকে বিশ্বব্যাপী প্রচারে বিশেষ অবদান রাখায় বিশ্ব রেকর্ডধারী সুপারহিউম্যান গ্র্যান্ডমাস্টার মাক ইউরী বজ্রমুনির নিবেদিত পরিশ্রমের প্রশংসা করেন। এছাড়া, জাতীয় ক্রীড়া কাউন্সিলের প্রেরণাদায়ক উদ্যোগকে স্বীকৃতি দিয়ে সাংবাদিক, ক্রীড়া সমর্থক ও স্পনসরদের ব্যুত্থানের বিশ্বব্যাপী প্রচারে জড়িত থাকার গুরুত্বের ওপর জোর দেন।

বাংলাদেশ ব্যুত্থান ফেডারেশন ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৩ সালে জাতীয় ক্রীড়া কাউন্সিল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ব্যুত্থানকে একটি জাতীয় ক্রীড়া হিসেবে অনুমোদন দেয়া হয়। সম্প্রতি, ইউনেস্কো-আইসিএম ব ব্যুত্থানের তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে, যা একটি গৌরবজনক বাংলাদেশী মার্শাল আর্ট ও ক্রীড়া হিসেবে আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে স্বীকৃতি ও প্রশংসার প্রকাশ।

Scroll to Top