ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত ৩০, ইয়ামাল-ডেম্বেলের সাথে মনোনীত যারা | চ্যানেল আই অনলাইন

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত ৩০, ইয়ামাল-ডেম্বেলের সাথে মনোনীত যারা | চ্যানেল আই অনলাইন

পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন উসমান ডেম্বেলে। অনুমিতভাবেই জায়গা পেয়েছেন ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায়। বর্ষসেরা ফুটবলার খেতাব পাওয়ার লড়াইয়ে আছেন মৌসুমজুড়ে দারুণ করা দুই বার্সেলোনা তারকা লামিন ইয়ামাল ও রাফিনহা। গতবারের মতো এই বছরও সংক্ষিপ্ত তালিকায় নেই ফুটবলের দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।

বৃহস্পতিবার ব্যালন ডি’অর ২০২৫ এর ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে জমকালো অনুষ্ঠানে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটির দৌড়ে এগিয়ে ডেম্বেলে। ফ্রান্স তারকা গত মৌসুমে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, ফ্রেঞ্চ লিগ ওয়ান, ফরাসি কাপ ও ফরাসি সুপার কাপ জয়ে বড় অবদান রেখেছেন। এমনকি ফিফা ক্লাব বিশ্বকাপে রানার্সআপ হয়েছে তার দল। গত আসরে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল করেন তিনি, অ্যাসিস্ট ১৬টি।

তালিকায় শীর্ষ আরও দুই প্রতিযোগী ইয়ামাল ও রাফিনহা। গত মৌসুমে বার্সেলোনার লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় অবদান রেখেছেন দুজনে। ৫৭ ম্যাচে ৩৪ গোল করার ২৫টি অ্যাসিস্ট করেছন রাফিনহা। ইয়ামাল সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচে ১৮ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেন ২৫টি।

গতবছর ব্যালন ডি’অর জেতা রদ্রি নেই এবারের সংক্ষিপ্ত তালিকায়। হাঁটুর গুরুতর চোটে মৌসুমের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম, কাইলিয়ান এমবাপে ও ভিনিসিয়াস জুনিয়রও।

ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা:
উসমান ডেম্বেলে (পিএসজি), লামিনে ইয়ামাল (বার্সেলোনা), জিয়ালুইজি দোন্নারুমা (পিএসজি ), জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ), দেজিরে দুয়ে (পিএসজি), ডেনজেল ডামফ্রিস (ইন্টার মিলান), সেরহু গিরাসি (বরুশিয়া ডর্টমুন্ড), আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি), ভিক্টর ইয়োকেরেস (আর্সেনাল), আশরাফ হাকিমি (পিএসজি), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), খাভিচা কাভারাৎস্খেলিয়া (পিএসজি), রবার্ট লেভানডোভস্কি (বার্সেলোনা), আলেক্সিস মাক অ্যালিস্টার (লিভারপুল), লৌতারো মার্টিনেজ (ইন্টার মিলান), স্কট ম্যাকটমিনে (নাপোলি), কাইলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ), নুনো মেন্দেস (পিএসজি), জোয়াও নেভেস (পিএসজি), পেদ্রি (বার্সেলোনা), কোল পালমার (চেলসি), মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ), রাফিনহা (বার্সেলোনা), ডেকলান রাইস (আর্সেনাল), ফাবিয়ান রুইজ (পিএসজি), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), মোহামেদ সালাহ (লিভারপুল), ফ্লোরিয়ান ভির্টজ (লিভারপুল), ভিতিনহা (পিএসজি)।

Scroll to Top