ব্যাটিং-বোলিং দুই বিভাগেই এক্সট্রা অর্ডিনারি পারফর্ম্যান্স করতে হবে: তাসকিন – Allrounder BD

ব্যাটিং-বোলিং দুই বিভাগেই এক্সট্রা অর্ডিনারি পারফর্ম্যান্স করতে হবে: তাসকিন – Allrounder BD

ব্যাটিং-বোলিং দুই বিভাগেই এক্সট্রা অর্ডিনারি পারফর্ম্যান্স করতে হবে: তাসকিন – Allrounder BD

অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে সুপার এইটের শুরু করেছে বাংলাদেশ। এবার সামনে শক্তিশালী ভারত। শনিবার রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে হারলেই বিদায়ঘন্টা বেজে যাবে নাজমুল হোসেন শান্তদের। তাসকিন আহমেদ অবশ্য আশা হারাচ্ছেন না, বরং তার ভাবনায় ভারতের বিপক্ষে জয়।

“সেমিফাইনালে খেলার সুযোগ এখনও আছে। এখানে উইকেটটা বেশ ভালো; সহজ হবে না জেতা, তবে আশা হারাচ্ছি না। আমরা যদি দুই ম্যাচ জিততে পারি, তাহলেও সুযোগ থাকবে সেমির। ভারতের বিপক্ষে যদি বৃষ্টিও হয়, পয়েন্ট ভাগাভাগি হয়, তখন শেষ ম্যাচ জিতলেও সুযোগ থাকবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসলে হেরে গেছি! অল্প রানের সংগ্রহ ছিল, তাই তারাও আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে।”

অ্যান্টিগায় ভারতের বিপক্ষে ম্যাচ। তাসকিন বললেন, ১৭০-১৮০ রান করা না গেলে জেতা কঠিন। ব্যাটারদের যেমন চ্যালেঞ্জ নিতে হবে, বোলারদেরও তাই।

“আমরা আগে ব্যাটিং করলে আমাদের অন্ততপক্ষে ১৭০-১৮০ রান করতেই হবে। দিনের বেলা যেহেতু খেলা, উইকেটটাও কিছুটা ভালো থাকবে। বোলারদেরও চ্যালেঞ্জটা আরও বেশি। মার্জিন ছোট, এখানেও আরও স্মার্টলি বোলিং করতে হবে। জেতা সহজ হবে না কিন্তু আমরা যদি আমাদের পরিকল্পনার সঠিক প্রয়োগ করতে পারি স্মার্টলি, তাহলে জেতার আশা করা যেতে পারে।”

তাসকিন মনে করিয়ে দিয়েছেন ভারতের বিপক্ষে জিততে হলে এক্সট্রা অর্ডিনারি পারফর্ম্যান্স করারই লাগবে, “অ্যান্টিগা আর বার্বাডোজের উইকেট একটু ভালো। বাকি ভেন্যুগুলোয় সব দলের ব্যাটাররাই সংগ্রাম করেছে। আমরা এর চেয়ে ভালো ব্যাটিং করতে পারি, দুর্ভাগ্য সেটা করতে পারিনি। এখন আসলে পারিনি, সেটা বলেও লাভ নেই। পরের ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। ভারত অনেক শক্তিশালী দল। ওদের বিপক্ষে জিততে হলে এক্সট্রা অর্ডিনারি কিছু করতেই হবে, ব্যাটিং-বোলিং দুই বিভাগেই।”

Scroll to Top