ব্যাটিং বিপর্যয়ের পর রিতু-ফাহিমার নৈপূণ্যে বাংলাদেশের সংগ্রহ ১৭৮ | চ্যানেল আই অনলাইন

ব্যাটিং বিপর্যয়ের পর রিতু-ফাহিমার নৈপূণ্যে বাংলাদেশের সংগ্রহ ১৭৮ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। জিতলে বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রান করেছে টিম টাইগ্রেস। আগেই বিশ্বকাপ নিশ্চিত করা পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ১৭৯ রান। রিতু মনি ৪৮ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন।

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে খেলার জন্য পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে সমীকরণ এমন ছিল বাংলাদেশের জন্য। জিততে না পারলে তখন ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচের রানরেটের হিসেব-নিকেশে পড়তে হবে নিগার সুলতানা জ্যোতির দলকে। বাংলাদেশের রানরেট (+১.০৩৩) থাকলেও উইন্ডিজের রানরেট এখনও (-০.২৮৩)।

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক জ্যোতি। এদিন বাংলাদেশের ওপেনিংয়ে আবারও পরিবর্তন করা হয়। ফারজানা হকের সাথে ওপেনিংয়ে আসেন দিলারা আক্তার। প্রথম ওভারে দিলারা দুই বাউন্ডারি মেরে দারুণ শুরুর ইঙ্গিত দিলেও ১৩ রান করে আউট হন।

ফারজানা এদিন কোনো রান পাননি, শুন্য রানে আউট হওয়ার পর নিগার সুলতানা জ্যোতি ১ রানে আউট হন। শারমিন আক্তার সুপ্তা আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচজয়ী ইনংস খেলা রিতু মনির সাথে ৪৪ রানের জুটি গড়েন। সুপ্তা ২৪ রানে আউট হলে নাহিদা আক্তারের সাথে আরেকটি ৪৪ রানের জুটি গড়েন রিতু। ওই জুটিতে ১৯ রান করে বিদায় নেন নাহিদা।

নাহিদার পর ফাহিমা খাতুনের সাথে ২৭ রানের আরেকটি জুটি গড়েন রিতু মনি। দীর্ঘ সময় ক্রিজে থেকে ৭৬ বলে ইনিংস সর্বোচ্চ ৪৮ করে আউট হন রিতু। রিতুর পর দলকে ধরে রাখেন ফাহিমা, শেষপর্যন্ত ক্রিজে থেকে ৫৩ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের সাদিয়া ইকবাল ৩ উইকেট শিকার করেন। ফাতিমা সানা ও দিয়ানা বেগের ২ উইকেটের পর রামিন শামিম এবং নাসারা সান্ধু একটি করে উইকেট নেন।

ভারতের মাটিতে চলতি বছরের নভেম্বরে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৬ দলের বাছাইপর্ব শেষে সেখানে জায়গা করে নেবে দুদল। রাউন্ড রবিন লিগ পদ্ধতির বাছাইপর্বে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।

Scroll to Top