ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে যেতে পারে ফাঁকা! এই ২টি নম্বর থেকে আসা ফোন তুললেই বিপদ!

ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে যেতে পারে ফাঁকা! এই ২টি নম্বর থেকে আসা ফোন তুললেই বিপদ!

04

স্ক্যাম শনাক্ত করার উপায়?অজ্ঞাতপরিচয় নম্বর থেকে যদি কোনও ফোন আসে, তাহলে সেটা ধরার দরকার নেই। যদি ভুল করেও কেউ ফোন তুলেও ফেলেন, তাহলে কোনও রকম ব্যক্তিগত তথ্য প্রদান করা চলবে না। এরা আসলে দাবি করবে যে, ব্যাঙ্ক অথবা সরকার থেকে ফোন করছে তারা। কোনও তথ্য জানতে চাইলে পরে ফোন করার কথা বলতে হবে। তারা যদি নিজেদের ফোন নম্বর দিতে অস্বীকার করে, তাহলে বুঝতে হবে, এটা আসলে স্ক্যাম কল।ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে যেতে পারে ফাঁকা! এই ২টি নম্বর থেকে আসা ফোন তুললেই বিপদ!

স্ক্যাম শনাক্ত করার উপায়?
অজ্ঞাতপরিচয় নম্বর থেকে যদি কোনও ফোন আসে, তাহলে সেটা ধরার দরকার নেই। যদি ভুল করেও কেউ ফোন তুলেও ফেলেন, তাহলে কোনও রকম ব্যক্তিগত তথ্য প্রদান করা চলবে না। এরা আসলে দাবি করবে যে, ব্যাঙ্ক অথবা সরকার থেকে ফোন করছে তারা। কোনও তথ্য জানতে চাইলে পরে ফোন করার কথা বলতে হবে। তারা যদি নিজেদের ফোন নম্বর দিতে অস্বীকার করে, তাহলে বুঝতে হবে, এটা আসলে স্ক্যাম কল।

Scroll to Top