প্রথমবার এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে দেশে ফিরছে বাংলাদেশের মেয়েরা। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্থানীয় সময় রাত সাড়ে আটটায় ব্যাংককে পৌঁছেছে আফঈদা খন্দকারের দল। ভিন্ন ফ্লাইটে রাত বারোটার দিকে ঢাকার উদ্দেশ্যে উড়াল দিবে লাল-সবুজের দল।
৬ জুলাই সন্ধ্যা সাতটায় মিয়ানমার ছাড়ে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ঠিকঠাকভাবেই পৌঁছেছেন ব্যাংককে। সেখানে ট্রানজিট শেষে রাত ১১টা ৫০ মিনিটে রওনা দেবেন বাংলাদেশের পথে। ৭ জুলাই দেড়টার দিকে ঢাকায় পা রাখবে মারিয়া মান্দারা। দেশে ফেরার পরপরই মধ্যরাতে ঋতুপর্ণা চাকমা ও রুপনা চাকমাদের সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
রোববার দিবাগত রাত আড়াইটায় রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র হাতিরঝিল এম্পিথিয়েটারে বাঘিনীদের বরণ করে নেয়া হবে। সংবর্ধনা অনুষ্ঠান সামনে রেখে শেষ হয়েছে মঞ্চ তৈরির প্রস্তুতিও।
মধ্যরাতে মেয়েদের সংর্বধনা দেয়ার কারণ মূলত সময় স্বল্পতা। ৭ জুলাই সকালে ভুটানের লিগ খেলতে রওনা হবেন ঋতুপর্ণা ও মনিকা চাকমা। সপ্তাহ খানেক পর যাওয়ার কথা গোলকিপার রুপনা চাকমা, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়রের।