ব্যস্ত ঢাকায় মুষলধারে বৃষ্টি

ব্যস্ত ঢাকায় মুষলধারে বৃষ্টি

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানী ঢাকায় সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। হঠাৎ এই প্রবল বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন কর্মব্যস্ত মানুষ। বৃষ্টির কারণে রাস্তাঘাটে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ধীরগতির যান চলাচল এবং যানজটে ভোগান্তি।

আজ (২২ মে) বৃহস্পতিবার সকাল আটটার পর থেকে শুরু হওয়া বৃষ্টিপাত ক্রমেই তীব্র রূপ ধারণ করে। কয়েক ঘণ্টার অব্যাহত এই বৃষ্টির ফলে রাজধানীর মালিবাগ, মিরপুর, মোহাম্মদপুর, পুরানা পল্টন, বাড্ডা, শনিরআখড়া ও যাত্রাবাড়ী এলাকায় রাস্তাগুলোতে পানি জমে গেছে। কোথাও কোথাও হাঁটু পর্যন্ত পানি উঠেছে।

অফিসগামী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন। বৃষ্টির মধ্যেই অনেককে পলিথিন বা ছাতা নিয়ে রাস্তায় বের হতে দেখা গেছে। গণপরিবহন সংকটের কারণে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বেড়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী দুই দিন দেশের উপকূলীয় এলাকা ছাড়াও বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে।

Scroll to Top