ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পাথর মেরে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা দ্রুত এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান।

শনিবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর বাড্ডা এলাকায় মানববন্ধন করে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া, সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরাও বিক্ষোভ করে।

শিক্ষার্থীরা বলেন, এ ঘটনা যে কোন বর্বরতাকে হার মানিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্বতী সরকারকে চাঁদাবাজ ও সন্ত্রাস বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ সময়ের মধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে বলেও জানান তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, এ ঘটনায় জড়িতদের শুধু গ্রেফতার নয় দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। এমন হত্যাকাণ্ড যাতে আর না ঘটে সে বিষয়ে সজাগ থাকার আহ্বানও জানান তারা।

/আরএইচ

Scroll to Top