বিশ্বকাপে যে লক্ষ্য নিয়ে গিয়েছিল বাংলাদেশ, টানা চার ম্যাচ হেরে সেই লক্ষ্যে বড় ধাক্কা খেয়েছে সাকিব আল হাসানের দল। তারপরও হাল ছাড়ছেন না তাসকিন আহমেদরা। পরের সবকটি ম্যাচেই জিততে চান তারা। সেই লক্ষ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে টসে হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।
ডাচদের বিপক্ষে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে টিম টাইগার্স। বাদ পড়েছেন হাসান মাহমুদ ও নাসুম আহমেদ । একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ ও শেখ মাহেদী হাসান।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাশ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
The post বোলিংয়ে বাংলাদেশ, একাদশে তাসকিন-মাহেদী appeared first on Allrounder BD.