বোলিংয়ে আলো ছড়িয়ে শেষ বিকেলে ৪ উইকেট নেই প্রোটিয়াদের | চ্যানেল আই অনলাইন

বোলিংয়ে আলো ছড়িয়ে শেষ বিকেলে ৪ উইকেট নেই প্রোটিয়াদের | চ্যানেল আই অনলাইন

ব্যাটিংয়ে যদি শেষ বিকেলটা ঠিকঠাক কাটিয়ে দিতে পারত, দিনটা প্রোটিয়াদের বলা যেত। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কাগিসো রাবাদা ও মার্কো জানসেনের দাপুটে বোলিংয়ে অজিদের দ্রুত গুটিয়ে দিয়েছিল সাউথ আফ্রিকা। ব্যাটে নেমে একই পথে হেঁটেছে টেম্বা বাভুমার দলও। শেষ বিকেলে হারিয়েছে ৪ উইকেট।

লর্ডসে টসে জিতে অজিদের ব্যাটে আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ৫৬.৪ ওভারে ২১২ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ২২ ওভার ব্যাট করে প্রথমদিনের খেলা শেষ করেছে সাউথ আফ্রিকা। ৪৩ রানে হারিয়েছে ৪ ব্যাটার। ১৬৯ রানে পিছিয়ে থেকে টেম্বা বাভুমা ৩ রানে এবং ডেভিড বেডিংহ্যাম ৮ রানে দ্বিতীয় দিন শুরু করবেন।

লর্ডসে প্রথমদিনে বোলারদের দাপট থাকল। দুই ইনিংস মিলিয়ে ১৪ উইকেট তুলে নিয়েছেন তারা। মোট ৭৮.৪ ওভার বল করে খরচ করেছেন ২৫৫ রান। তৃতীয় সেশনে ৭ উইকেট তুলে নিয়েছেন বোলাররা।

২১২ রান সামনে রেখে ব্যাটে নেমে প্রথম ওভারে উইকেট হারায় সাউথ আফ্রিকা। এইডেন মার্করাম ফিরে যান রানের খাতা খোলার আগেই। দ্রুতই আরও তিন ব্যাটারকে হারায় তারা। রায়ান রিকেলটন ১৬ রানে, উইয়ান মুল্ডার ৬ রানে এবং ত্রিস্তান স্টাবস ২ রানে ফিরে যান। ৩০ রানে চার উইকেট হারানোর পর বাভুমা ও বেডিংহ্যাম দিন শেষ করেন।

অজি পেসার মিচেল স্টার্ক ৭ ওভারে ১০ রান খরচ করে তুলে নিয়েছেন ২ উইকেট। জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাটে নেমে প্রথম সেশনে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। উসমান খাজার শূন্য রানে ফেরার পর দ্রুত ফিরে যান তিনে নামা ক্যামেরন গ্রিন, ৪ রান করেন ৩ বলে। প্রথমবার টেস্টে ইনিংস শুরু করা মার্নাস লাবুশেনও ইনিংস লম্বা করতে পারেননি। ৫৬ বল খেলে ১৭ রান করে আউট হয়ে যান। স্টিভেন স্মিথ একপ্রান্ত আগলে রাখলেও মধাহ্ন বিরতির আগে ট্রাভিস হেডের উইকেট হারায় অস্ট্রেলিয়া। হেড করেন ১৩ বলে ১১ রান।

৬৭ রানে চার উইকেট হারানোর পর বাউ ওয়েবস্টারকে নিয়ে দ্বিতীয় সেশনে ভালো শুরু এনে দেন স্মিথ। এই জুটিতে আসে ৭৯ রান। দলীয় ১৪৬ রানে ফিরে যান স্মিথ। অভিজ্ঞ স্মিথ করেন ১১২ বলে ৬৬ রান।

পরে অ্যালেক্স ক্যারিকে নিয়ে দ্বিতীয় সেশন পার করেন ওয়েবস্টার। চা বিরতির আগে অজিদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৯০ রান। বিরতির পর ধস নামে। ১৯২ রানে ফিরে যান অ্যালেক্স ক্যারি। অজি উইকেটরক্ষক ব্যাটার করেন ৩১ বলে ২৩ রান।

১৯৯ রানে সপ্তম উইকেট হারায় বর্তমান চ্যাম্পিয়ন দলটি। প্যাট কামিন্স ফিরে যান ১ রান করে। ২১০ রানে ওয়েবস্টার ফেরেন ৯২ বলে ৭২ রানের ইনিংস খেলে। এরপর দুই রান যোগ করতে আরও দুই উইকেট হারিয়ে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা ১৫.৪ ওভার বল করে ৫১ রান খরচায় নেন ৫ উইকেট। টেস্টে এক ইনিংসে রাবাদার ১৭তম ফাইফার এটি। মার্কো জানসেন ১৪ ওভারে ৪৯ রান খরচায় নেন ৩ উইকেট। কেশভ মহারাজ ও এইডেন মার্করাম নেন একটি করে উইকেট।

Scroll to Top