এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বোমা বিস্ফোরণের হুমকি পেয়ে এয়ার ইন্ডিয়ার একটি মুম্বাই-নিউইয়র্ক ফ্লাইট আজারবাইজানের আকাশ থেকে ফিরে আসে।
আজ সোমবার (১০ মার্চ) প্রকাশিত একটি প্রতিবেদনে এয়ার ইন্ডিয়ার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সম্ভাব্য সিকিউরিটি ঝুঁকির কারণে মুম্বাইতে ফেরার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাত্রীদের থাকা, খাওয়াসহ অন্যান্য সহায়তা দেওয়া হয়েছে।
ওড়ার ৮ ঘণ্টা পর মুম্বাই থেকে নিউইয়র্ক যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটে ক্রুদের কাছে থ্রেট মেসেজ আসে। পরে আজারবাইজানের আকাশে থাকা অবস্থায় ৩০৩ যাত্রী ও ১৯ ক্রু সদস্যবাহী বোয়িং ৭৭৭ ফ্লাইটটি মুম্বাই ফিরে আসে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, অবতরণের পর বোমা সনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে, থ্রেট মেসেজটি ভুয়া বলে প্রমাণিত হয়। ফ্লাইটটি আগামীকাল সকাল ৫টায় পুনরায় উড্ডয়ন করবে।