Last Updated:
হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে ভেষজ উদ্ভিদ সংরক্ষণে রয়েছে আলাদা বিভাগ। এখানে রয়েছে প্রায় ৪০০ প্রজাতির ভেষজ উদ্ভিদ।

বোটানিক্যাল গার্ডেনে প্রায় ৪০০ প্রজাতির ভেষজ উদ্ভিদ সংরক্ষণ করা হয়েছে
বোটানিক্যাল গার্ডেন, হাওড়া, রাকেশ মাইতি: বোটানিকাল গার্ডেনে চড়ক উদ্যান হল একটি ভেষজ উদ্যান! ২৭৩ একর জমি নিয়ে গঠিত আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান। স্বাধীনতার পূর্বে ব্রিটিশ প্রতিষ্ঠিত এই উদ্যানের নামকরণ করা হয়েছিল ক্যালকাটা রয়েল বোটানিক্যাল গার্ডেন। বর্তমানে এই উদ্যান হাওড়ার শিবপুরে হুগলি নদীর তীরে অবস্থিত। এই উদ্যান কোম্পানি বাগান নামেও পরিচিত ছিল, বর্তমানে নাম পরিবর্তিত হয়ে আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান করা হয়েছে।
এটি মূলত উদ্ভিদ সংরক্ষণ এবং গবেষণার স্থান। দেশি-বিদেশি হাজার হাজার গাছ সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে। বিভিন্ন উদ্ভিদ, তারই সঙ্গে রয়েছে ভেষজ গাছ। কয়েক’শো ভেষজ উদ্ভিদ সংরক্ষণ করে একটি বিভাগ তৈরি করা হয়েছে। এই উদ্যানের নাম রাখা হয়েছে,’ চড়ক উদ্যান’।
গত কয়েক বছরে আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেমন গবেষণার কাজকে গুরুত্ব দেওয়া হয়েছে, কনজারভেশন বা সংরক্ষণ এবং একই সঙ্গে পর্যটন সুবিধার কথা ভেবেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। উদ্ভিদ সংরক্ষণের পাশাপাশি ঔষধি গাছ অর্থাৎ ভেষজ গাছ সংরক্ষণ আরও বাড়ানো হয়েছে। ১৬০-১৭০ প্রজাতির ভেষজ উদ্ভিদ ছিল এখানে, গত কয়েক বছরে সেই সংখ্যা প্রায় ৪০০তে পৌঁছে গিয়েছে। ভেষজ উদ্ভিদ সংরক্ষণের দিক থেকে উল্লেখযোগ্য আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান।
এ প্রসঙ্গে জয়েন ডাইরেক্টর দেবেন্দ্র সিং জানান, সারা দেশে উদ্ভিদ সংরক্ষণে অন্যতম হল আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান। বিভিন্ন গাছের সঙ্গে এই উদ্যানে ভেষজ উদ্ভিদ সংরক্ষণে আলাদা বিভাগ করা হয়েছে। বর্তমানে প্রায় ৪০০ প্রজাতির ভেষজ উদ্ভিদ রয়েছে সেখানে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 20, 2025 11:09 PM IST
বোটানিক্যাল গার্ডেন যেন আস্ত গবেষণাগার! পর্যটনের পাশাপাশি ‘বিরল’ ভেষজ উদ্ভিদ সংরক্ষণ, নিজের চোখে দেখে আসুন চড়ক উদ্যান