জুলাই গণঅভ্যুত্থান দিবসে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানবিক, ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনই আজকের দিনের শপথ।
আজ (৫ আগস্ট) মঙ্গলবার ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, সত্যিকারের জনকল্যাণমূলক দেশ গঠন হলেই জুলাইয়ের শহিদ ও আহতদের আত্মত্যাগ সফল হবে।
তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না। তাদের আত্মত্যাগই হবে আমাদের পথ চলার প্রেরণা। তাদের স্বপ্নই হবে আমাদের আগামীর বাংলাদেশের নির্মাণরেখা। আজকের এই দিনে এটাই হোক আমাদের শপথ।
তিনি আরও বলেন, গত ১৬ বছর প্রতিটি সেক্টরেই অনিয়ম-দুর্নীতি বিরাজ করেছে। এখন সময় এসেছে সঠিক উপায়ে দেশ পরিচালনা করার ও বৈষম্য দূর করে দেশ গড়ার।