বেলিংহামের আচরণকে ‘অসম্মানজনক’ বলছেন বার্সা কোচ | চ্যানেল আই অনলাইন

বেলিংহামের আচরণকে ‘অসম্মানজনক’ বলছেন বার্সা কোচ | চ্যানেল আই অনলাইন

ওসাসুনার মাঠে রিয়াল মাদ্রিদের ড্রয়ের ম্যাচে রেফারির সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে লাল কার্ড দেখেন জুড বেলিংহাম। ইংলিশ মিডফিল্ডার যদিও দাবি করেন, রেফারিকে উদ্দেশ্য করে অপমানজনক কিছু বলেননি। বরং নিজের প্রতি হতাশা থেকে ওরকম করেছিলেন। তবে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক মনে করেন, বেলিংহামের এমন আচরণ অসম্মানজনক।

খেলা শেষে রেফারি যে প্রতিবেদন দিয়েছেন সেখানে লেখা হয়েছে, বেলিংহাম রেফারিকে ‘ফাক ইউ’ বলেছেন। শব্দটি গালি বা অপমানসূচক হিসেবে ব্যবহার হয়ে থাকে। তবে ম্যাচের পর বেলিংহাম বলেন, ‘‘আমি নিজের প্রতি হতাশা থেকে বলেছিলাম ‘ফাক অফ’। এখানে একটি ভুল বোঝাবুঝি হয়েছে।’’ বেলিংহাম যে শব্দটি উচ্চারণ করেছেন, সেটি সাধারণত বিরক্তি বা ‘দূর হও’ জাতীয় কথা বোঝাতে ব্যবহার হয়।

লা লিগায় সোমবার রায়ো ভায়েকানোর বিপক্ষে লড়বে বার্সেলোনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উঠে আসে একদিন আগে রিয়াল মাদ্রিদের ম্যাচ প্রসঙ্গ। ফ্লিকের কাছে প্রশ্ন যায় বেলিংহামের লাল কার্ডের বিষয়টি কীভাবে দেখছেন।

৫৯ বর্ষী ফ্লিক বলেছেন, ‘যখন কেউ এসব শব্দ বলে, আমার মতে, তা ভালো কিছু নয়। অসম্মানজনক। তবে এই পরিস্থিতি নিয়ে আমার কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি মনে করি এবং সবসময় আমার খেলোয়াড়দের এটাই বলি, কেন তোমরা এই সিদ্ধান্তগুলো নিয়ে রেফারির সঙ্গে কথা বলে বা আলোচনা করে সময় বা শক্তি নষ্ট করো?’

‘মাঠে আমাদের একজন ব্যক্তি আছে, যার রেফারির সঙ্গে আলোচনা করার অনুমতি আছে, আর সে হল অধিনায়ক। আমাদের এটা মেনে নিতে হবে। এমন আচরণ আমি পছন্দ করি না এবং আজ আমার খেলোয়াড়দের কাছে তা বলেছি, কারণ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যখন কেউ এমন কিছু করে এবং লাল কার্ড দেখে, তখন দলের জন্য তা ভালো নয়। এটা একটা দুর্বলতা এবং আমরা পছন্দ করি না।’

Scroll to Top