বেফাকের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত

বেফাকের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত

জুমবাংলা ডেস্ক : বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাসের গড় হার ৮০.৩৮%। পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

বেফাকের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিতবেফাকের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত

ফলাফল পরিসংখ্যান

মুমতায (স্টার মার্ক): ৫৫,১৪২ জন।

জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ): ৫৫,০৩৮ জন।

জায়্যিদ (দ্বিতীয় বিভাগ): ৬৪,৬৩২ জন।

মাকবুল (তৃতীয় বিভাগ): ৯১,৩৬১ জন।

মোট উত্তীর্ণ: ২,৬৬,১৭৩ জন।

ফলাফল দেখার উপায়

বেফাকের ওয়েবসাইট (www.wifaqresult.com) থেকে ২০২৫ সালের ফলাফল দেখা যাবে।

মেধাতালিকায় সেরা শিক্ষার্থীরা

ফযীলত (স্নাতক) বিভাগ:

ছাত্র: খালেদ হাসান (৭৭৫), মুহাম্মাদ মাছরুর হাসান (৭৫৮), মুহাম্মাদ মু’তাসিম বিল্লাহ ও মাহমুদ বিন হাসান সানি (৭৫৬)।

ছাত্রী: আসমা (৬৬৪), তাহসীনা সিদ্দীকা মারিয়া (৬৬২), তাজদীদা হক লুবাবা (৬৪৩)।

সানাবিয়া উলিয়া (উচ্চ মাধ্যমিক) বিভাগ:

ছাত্র: মুহা. নেয়ামত উল্লাহ রিদওয়ান (৬৭৮), মিছবাহ উদ্দিন ও মোঃ আরিফুল ইসলাম সাহেদ (৬৭৭), আব্দুল্লাহ আশরাফ মাহমুদ ও রাইয়ান সিকদার (৬৭৩)।

ছাত্রী: হোসনা আক্তার ও মোছা: ফিমা মোস্তারিন (৬৫৩), আয়শা সিদ্দিকা ও সারা বিনতে হারুন (৬৫০), সুমাইয়া তুস সাদিয়া ও ফাইজা ফাতিমা (৬৪৬)।

সানাবিয়া (মাধ্যমিক) বিভাগ:

ছাত্র: লাবীব মাসরুর (৭৮৬), মুহাম্মাদ আল-আমীন (৭৭৭), মুহাম্মাদ (আউয়াল), আবু সুফিয়ান, মোঃ সুলাইমান হুসাইন, ও ওমর ফারুক (৭৭৪)।

বেসরকারি শিক্ষকদের বেতন-বোনাস নিয়ে তামাশা বন্ধের দাবি

বেফাকের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি পেলো।

Scroll to Top