বেতন বৃদ্ধি করেছে ইউরোপের দেশ পর্তুগাল | চ্যানেল আই অনলাইন

বেতন বৃদ্ধি করেছে ইউরোপের দেশ পর্তুগাল | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

প্রতি বছরের মতো এবছরও নতুন বেতন কাঠামো প্রকাশ করেছে ইউরোপের দেশ পর্তুগাল। দেশটিতে বর্তমানে সর্বনিম্ন মাসিক বেতন ৮৭০ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৯ হাজার ৬৭ টাকা। পূর্বে ছিলো ৮২০ ইউরো।

দেশটিতে কর্মীদের প্রতি সপ্তাহে প্রায় ৪০ ঘন্টা বেসিক ডিউটি পালন করতে হয়। ওভারটাইম কাজ করলে সাধারণ বেতনের চেয়ে মজুরি বেশি পেয়ে থাকে।

পর্তুগালের গড় মাসিক বেতন প্রায় ১ হাজার ৪৬৩ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১ লাখ ৯০ হাজার টাকা।

পর্তুগালে বিভিন্ন পেশার বেতন ভিন্ন হতে পারে যেমন: 

  • সাধারণ শ্রমিক: ৯০০ ইউরো থেকে ১ হাজার ৫০০ ইউরো
  • শেফ বা রন্ধন শিল্পী: ৯৫০ ইউরো থেকে ১ হাজার ৬০০ ইউরো
  • কৃষি কাজ: ৮৭০ ইউরো থেকে ১ হাজার ৫৫০ ইউরো
  •  প্লাম্বিং কাজ: ১ হাজার ২০০ ইউরো থেকে ১ হাজার ৬০০ ইউরো
  • ইলেকট্রিশিয়ান: ৮৫০ ইউরো থেকে ১ হাজার ৬০০ ইউরো
  •  কনস্ট্রাকশন কাজ: ৯৫০ ইউরো থেকে ১ হাজার ৫৮০ ইউরো
  •  ড্রাইভিং কাজ: ১ হাজার ২০০ ইউরো থেকে ১ হাজার ৮০০ ইউরো
  • গার্মেন্টস শ্রমিক: ৮২০ ইউরো থেকে ১ হাজার ৫০ ইউরো
  • ক্লিনিং কাজ: ৮৭০ ইউরো থেকে ১ হাজার ৪৫০ ইউরো
  • ডেলিভারি ম্যান: ১ হাজার ২০০ ইউরো থেকে ২ হাজার ১০০ ইউরো

পর্তুগালের সরকার ২০২৫ সাল থেকে ২০২৮ সাল পর্যন্ত প্রতি বছর ৫০ ইউরো করে বেতন বৃদ্ধি করার প্রস্তাব করেছে, যা সর্বনিম্ন বেতনকে ১ হাজার ২০ ইউরো পর্যন্ত নিয়ে যাবে বলে জানিয়েছেন।

পর্তুগালে বেতন বৃদ্ধি নিয়ে শুরু থেকে জোর দাবি ছিলো দেশটির বামপন্থী রাজনৈতিক দলগুলোর। বামপন্থী রাজনৈতিক দলের এমপিরা সংসদে বলেন, দেশটিতে যে পরিমাণ দ্রব্যমূল্য বৃদ্ধি ও অবসান সংকট, তাতে সবকিছু নিয়েই পর্তুগালে বসবাস করা মানুষগুলো জীবন কষ্টকর হয়ে উঠেছে। সুতরাং বেতন বৃদ্ধি অতি জরুরী ছিল।

Scroll to Top