
সূত্রের খবর, সহকারী কমার্শিয়াল ম্যানেজার পঙ্কজ ত্রিপাঠীর নেতৃত্বে পরিচালিত এই টিকিট চেকিং অভিযানে চিফ টিকিট ইন্সপেক্টর মনোহর লাল মীনা, শ্রীলাল, ইমতিয়াজ রহমান ডেপুটি সিটিআই, জিতেন্দ্র কুমার বর্মা, সিটিআই, মহেন্দ্র সিং প্যাটেল ডেপুটি সিটিআই, মোহম্মদ মুদাসসার খান ডেপুটি সিটিআই, মুকেশ কুশওয়াহা ডেপুটি সিটিআই, নরেশ শর্মা অংশ নেন।