চীনের রাজধানী বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় গতকাল সোমবার মধ্যরাত পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। মাত্র কয়েক দিনের মধ্যেই বেইজিংয়ে প্রায় এক বছরের সমান বৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, গত বুধবার বেইজিং ও আশপাশের প্রদেশগুলোতে ভারী বৃষ্টি শুরু হয়। গতকাল সোমবার তা তীব্র আকার ধারণ করে। এক দিনেই রাজধানী বেইজিংয়ের উত্তরাঞ্চলে ৫৪৩ দশমিক ৪ মিলিমিটার (২১ দশমিক ৪ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অথচ বেইজিংয়ে বছরে গড় বৃষ্টির পরিমাণ প্রায় ৬০০ মিলিমিটার।
বেইজিংয়ের উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকাগুলোতে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৮ জন মিয়ুন এলাকায় ও দুজন ইয়ানকিং এলাকায় মারা গেছেন। তবে কখন, কীভাবে এসব প্রাণহানি হয়েছে, তা নিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বিস্তারিত উল্লেখ করা হয়নি।