বৃষ্টি আইনে ১৭ রানে জিতল নিউজিল্যান্ড – Allrounder BD

বৃষ্টি আইনে ১৭ রানে জিতল নিউজিল্যান্ড – Allrounder BD

বৃষ্টি আইনে ১৭ রানে জিতল নিউজিল্যান্ড – Allrounder BD

সুযোগ ছিল প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে সিরিজ জেতার কিন্তু তৃতীয় টি-টোয়েন্টিতে ডিএলএস পদ্ধতিতে ১৭ রানে হারায় তা হয়নি। টাইগারদের হারিয়ে সমতা ফেরালো কিউরা। সিরিজ সেরার পুরস্কার জিতেছেন শরিফুল ইসলাম।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১১০ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার ৪ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন।

অল্প রান করে জয়ের জন্য যেটা প্রয়োজন, প্রতিপক্ষের দ্রুত কিছু উইকেট তুলে নেওয়া। সেটাই ভালোভাবে করেছিলেন শেখ মাহেদি-শরিফুল ইসলাম। কিউই ওপেনার টিম সেইফার্টের পর তিনে আসা ড্যারিল মিচেলকে ফিরিয়ে বাংলাদেশকে দারুণ ভিত এনে দেন মাহেদি।

ডানহাতি এ স্পিনারকে রিভার্স সুইপ করেছিলেন সেইফার্ট। কিন্তু বলে ব্যাটে করতে পারেননি। উইকেটের পেছনে দারুণভাবে স্ট্যাম্পিং করেছেন রনি তালুকদার। তিনে আসা মিচেল শুরু থেকেই মাহেদিকে খেলতে ভুগছিলেন। ডানহাতি এ স্পিনারের উপর চড়াও হতে গিয়ে শট মিডঅফে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। এরপর গ্লেন ফিলিপসকে বোল্ড করে প্যাভিলিয়নে ফিরিয়েছেন শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ডের বাকি ব্যাটাররা যেখানে বাংলাদেশী বোলারদের বিপক্ষে সুবিধা করতে পারছিলেন না। সেখানে বিশ সাবলীলভাবে মাহেদি হাসান-রিশাদ হোসেনদের সামাল দিচ্ছিলেন তিনি। কিউই ওপেনার ভয়ংকর হয়ে ওঠার আগেই তাকে ফিরিয়েছেন শরিফুল। অ্যালেন প্যাভিলিয়নে ফেরার আগে করেছেন ৩১ বলে ৩৮ রান। মাঝে রান আউট হয়ে ফিরেছেন মার্ক চ্যাপম্যান।

উইকেটে আসার পর থেকে আক্রমণাত্মক ব্যাটিং করে নিউজিল্যান্ডকে ম্যাচে রাখেন জিমি নিশাম। তাকে দারুণ সঙ্গ দেন স্যান্টনার। ১৪.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান করার পর নামে বৃষ্টি। এরপর আর খেলা মাঠে গড়ায়নি, বৃষ্টি আইনে ১৭ রানের জয় পায় নিউজিল্যান্ড।

Scroll to Top