এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আহমেদাবাদের আকাশ ভেঙে ঝরতে থাকল অবিরাম বৃষ্টি। দুদলের অধিনায়ক নেমে টসের জন্য বাইশ গজের পিচেও আসতে পারলেন না। দীর্ঘ অপেক্ষার পর আম্পায়াররা ম্যাচ পরিত্যক্তের ঘোষণাই দিলেন। আর তাতেই আসর থেকে গুজরাট টাইটান্সের বিদায় ঘণ্টা বেজে গেল। আগেই প্লে অফ রাউন্ডের টিকিট কাটা কলকাতা নাইট রাইডার্স এবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলাও নিশ্চিত করেছে।
টেবিলের শীর্ষে থাকা কলকাতা ১৯ ম্যাচে ঝুলিতে ভরেছে ১৯ পয়েন্ট। সমান খেলায় আটে থাকা গুজরাটের পয়েন্ট ১১।
কলকাতা পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকা নিশ্চিত করায় খেলবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। এ ম্যাচে দলটি জিতলেই ফাইনালে পৌঁছে যাবে। হারলে ফাইনালিস্ট হওয়ার লড়াইয়ে এলিমিনেটর ম্যাচে জয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলার সুযোগ থাকবে।
গুজরাটের আগেই আইপিএলের এবারের আসর থেকে বিদায় নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস। প্লে অফে খেলার ছাড়পত্র কলকাতার আগে পেয়েছিল রাজস্থান রয়্যালস।
