বৃষ্টিতে বাংলাদেশের সেমি-ফাইনাল স্বপ্ন ভঙ্গের শঙ্কা

বৃষ্টিতে বাংলাদেশের সেমি-ফাইনাল স্বপ্ন ভঙ্গের শঙ্কা
বৃষ্টিতে বাংলাদেশের সেমি-ফাইনাল স্বপ্ন ভঙ্গের শঙ্কা

নারী এশিয়া কাপে বাংলাদেশ দলের হতাশাজনক পারফরম্যান্সের পরও সেমি-ফাইনাল স্বপ্ন টিকে ছিল। পথটাও সহজ, কেবল আজ (১১ অক্টোবর) শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতলেই হবে।

তবে টাইগ্রেসদের সেই স্বপ্ন ভঙ্গের পথে। সকাল ৯ টায় ম্যাচ শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে এখনো টসই করা সম্ভব হয়নি। বেশ ভালো বৃষ্টিই হচ্ছে, আবহাওয়া পূর্বাভাস বলছে এমন চলবে আজ সারাদিনই।

আর সত্যি এমনটা হলে দুই দল পয়েন্ট ভাগাভাগি করবে। এতে বাংলাদেশের পয়েন্ট হবে সাকূল্যে ৫। অন্যদিকে গতকাল ভারতের কাছে ৯ উইকেটে হারের পরও তিন জয়ে থাইল্যান্ডের পয়েন্ট ৬। শেষ পর্যন্ত ভারত, পাকিস্তান, শ্রীকঙ্কার সাথে সেমি-ফাইনালে তারাই সঙ্গী হবে।

তবে আজ ম্যাচ মাঠে গড়ালে আর বাংলাদেশ জিতলেও পয়েন্ট হত ৬। থাইল্যান্ডের সাথে সমান পয়েন্ট হওয়া স্বত্ত্বেও রান রেটে এগিয়ে থাকায় বাংলাদেশই সেমি-ফাইনাল খেলবে।

টাইগ্রেসরা মূলত পিছিয়ে পড়েছে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর। বৃষ্টি আইনে ৭ ওভারে ৪১ রানের লক্ষ্য পেয়েও ৭ উইকেটে ৩৭ রানের বেশি তুলতে পারে। এর আগে হেরেছে ভারত ও পাকিস্তানের কাছে।

বর্তমানে ৬ ম্যাচ খেলে থাইল্যান্ডের পয়েন্ট ৬, রান রেট -০.৯৪৯। অন্যদিকে ৫ ম্যাচে ৪ পয়েন্ট বাংলাদেশের, রান রেট +০.৪২৩।

Scroll to Top