বুসান ফিল্ম ফেস্টিভ্যালে ‘হীরামন্ডি’র দুটি মনোনয়ন

বুসান ফিল্ম ফেস্টিভ্যালে ‘হীরামন্ডি’র দুটি মনোনয়ন

চলতি বছরের আলোচিত হিন্দি সিরিজের একটি মাস্টার মেকার সঞ্জয়লীলা বানসালি পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘হীরামন্ডি: দ্য ডায়মন্ড বাজার’।

মনিষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা অভিনীত সিরিজটির দ্বিতীয় কিস্তি আসবে সামনে।

তার আগেই আরেকটি সুখবর দিলো ‘হীরামন্ডি’। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম এবং এশিয়ান চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৯তম আসরে দুটি প্রধান শাখায় মনোনয়ন পেয়েছে সিরিজটি।

বুসান ফিল্ম ফেস্টিভ্যালে ‘হীরামন্ডি’র দুটি মনোনয়ন
‘হীরামন্ডি’ সিরিজের দৃশ্য


ভারতীয় গণমাধ্যম ‘জুম’ জানিয়েছে, ‘হীরামন্ডি’ ওয়েব সিরিজটি বুসান চলচ্চিত্র উৎসব ২০২৪-এর এশিয়া কনটেন্টস অ্যাওয়ার্ড ও গ্লোবাল ওটিটি অ্যাওয়ার্ডস দুটি বিভাগে দুটি মনোনয়ন পেয়েছে।

বেস্ট ওটিটি অরিজিনাল এবং বেস্ট অরিজিনাল সং ক্যাটাগরীতে মনোয়ন পেয়েছে নেটফ্লিক্সের এই সিরিজটি।

‘হীরামন্ডি’ সিরিজে তাজদার চরিত্রে অভিনয় করে দারুণ আলোচিত হয়েছেন তরুণ অভিনেতা তাহা শাহ


এমন সম্মানজনক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়ে স্বাভাবিকভাবেই বেশ খুশি ‘হীরামন্ডি’ নির্মাতা সঞ্জয়লীলা বানসালি। তিনি বলেছেন, ‘এটা খুবই সম্মানের ব্যাপার। আমি বিচারকমন্ডলী ও দর্শকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

বেস্ট ওটিটি অরিজিনাল সিরিজ ক্যাটাগরীতে সঞ্জয়লীলা বানসালীর ‘হীরামন্ডি’ লড়বে ‘বয়হুড’, ‘ডেথস গেম’, ‘দ্য ডাবল’, ‘জিজি প্রিসিংক্ট: সিজন ১’ এবং ‘আঙ্কেল স্যামসিক’-এর মতো জনপ্রিয় সিরিজের সঙ্গে।

‘হীরামন্ডি’ সিরিজের ‘সকল বানা’ গানে সানজিদা শেখ, রিচা চাড্ডা, মনিষা কৈরালা ও অদিতি রাও হায়দারি


আর বেস্ট অরিজিনাল সং ক্যাটাগরীতে ‘হীরামন্ডি’ সিরিজের ‘সকল বানা’ গানটি লড়বে ইমপ্যাক্টফুল আস-এর গান ‘লাইভ এগেইন’, লাভলি রানার-এর ‘সোনাগী’ এবং অনলি ফ্রেন্ডস-এর ‘লেটস ট্রাই’ গানটির সঙ্গে।

আগামী ৬ অক্টোবর দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী বুসান শহরে অনুষ্ঠিত ‘বুসান চলচ্চিত্র উৎসবে’ জানা যাবে কে পাচ্ছেন পুরস্কার।

বুসানে এবার সুপারস্টার আলিয়া ভাট প্রযোজিত মালায়লাম সিনেমা ‘পোচার’ও পেয়েছে মনোনয়ন


প্রসঙ্গত, এবার বুসান ফিল্ম ফেস্টিভ্যালে ‘হীরামন্ডি’ ছাড়াও ভারত থেকে অন্য দুটি ভিন্ন কাটাগরীতে মনোনয়ন পেয়েছে অ্যামাজন প্রাইম ভিডিও’র দুটি কনটেন্ট। তা হলো- টিভি সিরিজ ‘ওয়েডিং.কন’ ও বলিউড সুপারস্টার আলিয়া ভাট প্রযোজিত মালায়লাম সিনেমা ‘পোচার’।

উল্লেখ্য, গত বছর বুসানে দুটি পুরস্কার পায় ভারত। নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘স্কুপ’ সেরা সিরিজ ও একই সিরিজের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান কারিশমা তান্না। তিনি নিজের হাতে এই পুরস্কার সংগ্রহ করতে বুসানে যোগ দিয়েছিলেন।

গত বছর ওয়েব সিরিজ ‘স্কুপ’ সেরা সিরিজ ও একই সিরিজের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান কারিশমা তান্না


Scroll to Top