জিম্বাবুয়েতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ সিরিজে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ২৭৮ রানে জিতেছিল সাউথ আফ্রিকা। প্রোটিয়া যুবারা দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হেরে যায়। তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে দলটি। মোহাম্মদ বুলবুলিয়ার সেঞ্চুরিতে জিম্বাবুয়ে যুবাদের ১০৭ রানে হারিয়েছে সাউথ আফ্রিকা।
হারারেতে টসে হেরে আগে ব্যাটে নামে সাউথ আফ্রিকা। নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটে ৩৪৬ রান করে সফরকারী দল। জবাবে নেমে ৯ উইকেটে ২৩৯ রানে থামে জিম্বাবুয়ে যুবাদের ইনিংস।
প্রোটিয়া অধিনায়ক বুলবুলিয়া ১১ চার ও এক ছক্কায় ৯৩ বলে ১৩০ রান করেন। ৬২ বলে ৬৩ রান করেন জরিখ ফন স্কালভিক। আদনান লাগাদিয়ান ৩৬ বলে ৫৮ রান করেন। এছাড়া জেসন রোয়েলস ২৮ বলে ২৪ রান করেন।
জিম্বাবুয়ের হয়ে শেল্টন মাজভিতোরেনা ও সিম্বারাশে মুদজেনগেরে তিনটি করে উইকেট নেন।
জবাবে নেমে মাইকেল ব্লিগনট ৬২ বলে ৫০ রান করেন। ৩৮ বলে ৪৭ রান করেন ওপেনার নাথানিয়েল হ্লাবাঙ্গানা। সিম্বারাশে মুদজেনগেরে করে ৬৭ রানে ৪৬ রান। এছাড়া ৩২ রানে ২৭ রান করেন কুপাকওয়াশে মুরাদজি।
প্রোটিয়া বোলারদের মধ্যে এনাথি কিটশিনি ৩ উইকেট নেন। জেসন রোয়েলস, ফন স্কালভিক ও বাসন ২টি করে উইকেট নেন।
বৃহস্পতিবার নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ যুবাদের মুখোমুখি হবে সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। ২ ম্যাচে ২ জয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। ৩ ম্যাচে ২ জয়ে দুইয়ে সাউথ আফ্রিকা। স্বাগতিক জিম্বাবুয়ে ৩ ম্যাচ খেললেও এখনও কোনো জয়ের দেখা পায়নি।