বুমরাহ তোপে ১৭১ রানে এগিয়ে ভারত | চ্যানেল আই অনলাইন

Fresh Add Mobile

যশ্বী জয়সওয়ালের ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৯৬ রানের সংগ্রহ গড়ে ভারত। পরে ইংল্যান্ডকে ব্যাটে পাঠিয়ে বল হাতে ঝড় তোলেন জাসপ্রীত বুমরাহ। ডানহাতি পেসারের আগুনঝরা বোলিংয়ে ইংলিশদের গুটিয়ে দিয়ে ১৭১ রানে এগিয়ে থেকে দিন শেষ করেছে ভারত।

বিশাখাপত্তম টেস্টের দ্বিতীয় দিনে মোট উইকেট পড়েছে ১৪টি। এর মধ্যে ভারতের প্রথম ইনিংসের চারটি। আর বাকি দশটি ইংল্যান্ডের। ৬ উইকেটে ৩৩৬ রান নিয়ে দিন শুরু করা ভারত ৩৯৬ রানে অলআউট হয়েছে। জবাবে নেমে বুমরাহ ও যাদবের দুর্দান্ত বোলিংয়ে ২৫৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ১৪৩ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে কোনো উইকেট না হারিয়ে ২৮ রানে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। দুই ইনিংস মিলিয়ে ১৭১ রানে এগিয়ে আছে রোহিত শর্মার দল।

দিনের প্রথম সেশনে ডাবল সেঞ্চুরির দেখা পান যশ্বী জয়সওয়াল। বাঁহাতি ওপেনার ২৯০ বলে ১৯ চার ও ৭টি ছক্কায় খেলেন ২০৯ রানের ঝলমলে ইনিংস। স্বাগতিকরা শনিবার ৬ উইকেট হারিয়ে ৩৩৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে। সপ্তম উইকেটে রবীচন্দ্রন অশ্বিনকে নিয়ে ৩৪ রান যোগ করেন এ ওপেনার। অশ্বিন ২০ রানে জেমস অ্যান্ডারসনের বলে উইকেটরক্ষক ফোকসের গ্লাভসবন্দি হন।

ভারতীয় টেলএল্ডাররা বেশিক্ষণ ক্রিযেঁ থাকলে না পারায় স্কোরবোর্ডে চারশ রান তোলার আগেই গুটিয়ে যায় ভারত। অষ্টম ব্যাটার হিসেবে অ্যান্ডারসনের বলে জনি বেয়ারস্টোর তালুবন্দি হয়ে ফেরেন জয়সওয়াল। লাঞ্চ বিরতির আগেই অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া।

অভিজ্ঞ ইংলিশ পেসার অ্যান্ডারসন নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৫ ওভারে মাত্র ৪৭ রান খরচায় পান ৩ উইকেট। অভিষিক্ত ডানহাতি অফব্রেক বোলার শোয়েব বশির ও রেহান আহমেদও ৩টি করে উইকেট পান। এছাড়া টম হার্টলি নেন একটি।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটে নেমে ওয়ানডে মেজাজে ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। ৬ ওভারে বিনা উইকেটে ৩২ রান করে মধ্যাহ্ন বিরতিতে যায় তারা। বিরতির পর ধস নামে সফরকারীদের ইনিংসে। চা বিরতির আগে ১৫৫ রান তুললেও ৪ উইকেট হারায় তারা। প্রথম আঘাত হানেন কুলদীপ যাদব। ২১ রান করা বেন ডাকেটকে ফেরান।

দলীয় ১১৪ রানে দ্বিতীয় আঘাত হানেন অক্ষর প্যাটেল। ফেরান ৭৬ রান করা জ্যাক ক্রলিকে । পরে পোপ ও জো রুটকে ফিরিয়ে চাপ বাড়িয়ে দেন বুমরাহ।

চা বিরতির পর মাত্র ৯৮ রান তুলে নিজেদের বাকী ৬ উইকেট হারায় ইংল্যান্ড। যার মধ্যে চারটি বুমরাহ’র। দলীয় ১৫৯ রানে জনি বেয়ারস্টো ফেরান। ৩৯ বলে ২৫ রান করেন বেয়ারস্টো। ৩৮.১ ওভারে দলীয় ১৭২ রানে বেন ফোকস আউট হলে ফলো অনের শঙ্কায় পড়ে ইংল্যান্ড। ফলো অন এড়াতে আরও ২৫ রান দরকার ছিল ইংল্যান্ডের।

দলীয় ১৮২ রানে ফিরে যান রেহান আহমেদও। অষ্টম উইকেট জুটিতে টম হার্টলিকে নিয়ে ৪৭ রান তুলে সেই শঙ্কা কাটিয়ে ২২৯ আউট হন স্টোকস। ইংলিশ অধিনায়ক করেন ৪৭ রান। পরে ২৫৩ রানে গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস।

১৫.৫ ওভার বল করে ৪৫ রান খরচায় ৬ উইকেট নেন বুমরাহ। কুলদীপ নেন তিনটি এবং অক্ষর প্যাটেল নেন এক উইকেট।

১৪৩ রানে এগিয়ে থেকে ব্যাটে নেমে ২৮ রান তুলে দিন শেষ করে ভারত। দুই ওপেনার জয়সওয়াল ১৫ রানে ও রোহিত শর্মা ১৩ রানে তৃতীয় দিন শুরু করবেন।

Scroll to Top