তিন দফা দাবি আদায় না হওয়ায় বুধবার সকাল ১০টায় সন্ত্রাস ও বৈষম্যবিরোধী ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার ২৭ আগস্ট সকাল ১০টায় লং মার্চে অংশ নিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান নেওয়ার আহ্বান জানান বুয়েটের শিক্ষার্থীরা।
মঙ্গলবার ২৬ আগস্ট বিকেল ৩টা থেকে ৫ ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
এদিন বিকেল তিনটায় তিন দফা দাবিতে শাহবাগে পূর্ব ঘোষিত ‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি শুরু করেন বুয়েটসহ বেশ কয়েকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের অবরোধে শাহবাগ মোড়সহ আশপাশের এলাকায় যানজট দেখা দেয়।
৯ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ চান আন্দোলনকারী শিক্ষার্থীরা।
রাত ৮টা পর্যন্ত আলটিমেটাম থাকলেও সরকারের পক্ষ থেকে আশ্বাস না পেয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে লং মার্চের ঘোষণা দিয়ে মঙ্গলবারের অবরোধ তুলে নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের প্রতিনিধি এম ওয়ালীউল্লাহ বলেন, গত ৬ মাস ধরে তিন দফা দাবিতে আন্দোলন করছেন বুয়েটসহ সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।