বীরের বেশে শান্তদের ফেরা | চ্যানেল আই অনলাইন

বীরের বেশে শান্তদের ফেরা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরও একবার উৎসবের উপলক্ষ বাংলাদেশের খেলোয়াড়দের ঘিরে। ফুটবলের পর এবার ক্রিকেটে মিলেছে বড় সাফল্য। কদিন আগে অনূর্ধ্ব-২০ সাফ ফুটবলের চ্যাম্পিয়ন হয়ে বীরের বেশে ফেরেন মিরাজুলরা। এবার পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করে ফিরলেন শান্তবাহিনী।

বিমানবন্দরে পা রাখা খেলোয়াড়-কোচদের ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেশ কয়েকজন পরিচালক। অভিনন্দনে সিক্ত হন শান্ত-মিরাজ-লিটন-শরিফুলরা। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও ছিলেন ক্রিকেটারদের প্রথম বহরে। আরেকটি বহর পাকিস্তান থেকে ঢাকায় ফিরবে বুধবার দিবাগত রাত ২টায়।

রাওয়াপিন্ডি জয় করে ফিরেছে বাংলাদেশ দলের একাংশ। দুই টেস্টেই পাকিস্তান-বধ করে সাদা পোশাকে সবচেয়ে বড় সাফল্যে রাঙায় টিম টাইগার্স। অভাবনীয়, অভূতপূর্ব নৈপুন্য দেখিয়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ দল।

সবাই যখন দেশের পথে সাকিব আল হাসান তখন ধরেছেন লন্ডনের ফ্লাইট। ৯ সেপ্টেম্বর থেকে কাউন্টিতে সারের হয়ে সমারসেটের বিপক্ষে টন্টনের ম্যাচে খেলবেন তিনি।

Scroll to Top