বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে অক্টোবরের প্রথম সপ্তাহে। নির্বাচন সামনে রেখে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বোর্ড।
শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশনের সদস্যদের নাম জানিয়েছে বিসিবি। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেইনকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)।
গত ১ সেপ্টেম্বর সিলেটে বোর্ড সভার পর জানানো হয়েছিল, অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন হওয়ার কথা। সভাপতি আমিনুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয় নির্বাচন কমিশনের নাম প্রস্তাব করার। সেই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বিসিবি। নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণার কাজ করবেন কমিশনের সদস্যরা।