বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ কাজ বন্ধ করার এ নির্দেশনা বিস্ময়কর। এর ফলে আফ্রিকায় এমপক্স ও মারবার্গভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ ও এ খাতে বিনিয়োগ এবং এর পাশাপাশি বিশ্বজুড়ে স্বাস্থ্যসংক্রান্ত হুমকি মোকাবিলা করার প্রচেষ্টা বাধাগ্রস্ত হবে।
এ ছাড়া, যুক্তরাষ্ট্রে গৃহপালিত পশু–পাখির মধ্যে বার্ড ফ্লুর সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘটনার ওপর সারা বিশ্বের স্বাস্থ্য কর্তৃপক্ষগুলো যখন নজর রাখছে, তখন এমন নির্দেশনা দেওয়া হলো।