হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় যাওয়ার আগে নিজেদের টাইমিংয়ে উন্নতির আশার কথা জানিয়ে গিয়েছিলেন সামিউল ইসলাম ও যুথী খাতুন।
হিটে বিদায় নিয়ে দেশের অন্যতম দুই সেরা সাঁতারুর বিশ্ব চ্যাম্পিয়নশিপ শেষ হলেও দুজনই দেশ ছাড়ার আগে দিয়ে যাওয়া কথা রাখতে পেরেছেন। দুজনই নিজেদের সেরা টাইমিং করতে পেরেছেন।