বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস: সতর্কতা ও শিক্ষা, বাঁচাতে পারে প্রাণ | চ্যানেল আই অনলাইন

বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস: সতর্কতা ও শিক্ষা, বাঁচাতে পারে প্রাণ | চ্যানেল আই অনলাইন

আজ ‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’। জাতিসংঘ ঘোষিত এই দিবসটির উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী পানিতে ডুবে মৃত্যুর হার কমানো এবং জনসচেতনতা বৃদ্ধি করা। এই দিনে বিভিন্ন দেশ, সংস্থা ও ব্যক্তিগত পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করা হয়।

আজ (২৫ জুলাই) শুক্রবার প্রতি বছরের মতো পালিত হচ্ছে ‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’। এই বছর দিবসটির প্রতিপাদ্য হলো- ‘সতর্কতা ও শিক্ষা, বাঁচাতে পারে প্রাণ’। জাতিসংঘ ২০২১ সালে এই দিবসটি প্রতি বছর ২৫ জুলাই পালনের সিদ্ধান্ত নেয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর প্রায় ২ লাখ ৩৬ হাজার মানুষ পানিতে ডুবে মারা যান, যার অধিকাংশই ঘটে উন্নয়নশীল দেশগুলোতে। এই মৃত্যুর একটি বড় অংশ শিশু ও কিশোর। বাংলাদেশও এই সমস্যা প্রবণ দেশগুলোর অন্যতম।

এই বিষয়ে বেসরকারি উন্নয়ন সংগঠন ‘সমষ্টি’—এর নির্বাহী পরিচালক মীর মাসরুর জামান বলেন, মৃত্যুসহ গুরুত্বপূর্ণ পরিসংখ্যান সঠিকভাবে নথিভুক্ত করা এবং ডুবে যাওয়ার ঘটনা সঠিকভাবে রেকর্ড করা নিশ্চিতের জন্য একটি শক্তিশালী এবং নির্ভরযোগ্য তথ্য ব্যবস্থা প্রতিষ্ঠা করা প্রয়োজন।

তিনি বলেন, সচেতনতা আরও বৃদ্ধি করতে হবে এবং দায়িত্বশীল কর্তৃপক্ষকে আরও সক্রিয় পদক্ষেপ গ্রহণের জন্য জনসাধারণের সাথে আলোচনা সক্রিয় রাখতে হবে। বিশেষ করে গণমাধ্যমকে সক্রিয় থাকতে হবে। জীবন রক্ষাকারী সমাধানগুলো হাতের নাগালে থাকলে এই সংকট আর সংকট থাকতে পারে না।

বাংলাদেশসহ বিশ্বব্যাপী এই দিবস পালনের মাধ্যমে একটি নিরাপদ ও সচেতন সমাজ গড়ার প্রত্যাশা ব্যক্ত করা হচ্ছে।

Scroll to Top