বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দিল রাজার জিম্বাবুয়ে – DesheBideshe

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দিল রাজার জিম্বাবুয়ে – DesheBideshe

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দিল রাজার জিম্বাবুয়ে – DesheBideshe

লন্ডন, ০৭ জুলাই – দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জেতার এক সপ্তাহও পার হয়নি ভারতের। রোহিত শর্মা, কোহলিরা মেতে আছেন বিশ্ব জয়ের আনন্দে। এরই মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামে শুভমান গিলরা। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই স্বাগতিক জিম্বাবুয়ের কাছে ধরাশয়ী ভারত। ১৩ রানের লজ্জার হার সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে সফরকারীদের।

হারারেতে জিম্বাবুয়ের ১১৫ রান তাড়া করতে নেমে ভারত অলআউট মাত্র ১০২ রানে। ১৩ রানের হার দিয়ে শুবমান গিলের দলের শুরু পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

মনে হচ্ছিল ম্যাচটা বুঝি সহজেই জিতবে ভারত। কিন্তু ২২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। অধিনায়ক শুভমান গিল দলকে টানছিলেন। আবার ম্যাচে ভারতের হয়ে লড়াই করে যাচ্ছিলেন ওয়াশিংটন সুন্দর। কিন্তু লাভ হলো না। হার মানল ভারত! টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ৯ ম্যাচে জিম্বাবুয়ের এটি তৃতীয় জয়। ২০১৬ সালের পর প্রথমবারের মতো মিলল জয়ের দেখা।

মনে হচ্ছিল ম্যাচটা বুঝি সহজেই জিতবে ভারত। কিন্তু ২২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। অধিনায়ক শুভমান গিল দলকে টানছিলেন। আবার ম্যাচে ভারতের হয়ে লড়াই করে যাচ্ছিলেন ওয়াশিংটন সুন্দর। কিন্তু লাভ হলো না। হার মানল ভারত! টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ৯ ম্যাচে জিম্বাবুয়ের এটি তৃতীয় জয়। ২০১৬ সালের পর প্রথমবারের মতো মিলল জয়ের দেখা।

জিম্বাবুয়ের জয়ের নায়ক অধিনায়ক সিকান্দার রাজা। ব্যাটিংয়ে ১৯ বলে ১৭ রান। এরপর বল হাতে ২৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা তিনিই!

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১১৫/৯ (মাধেভেরে ২১, বেনেট ২২, রাজা ১৭, মায়ার্স ২৩, মাডান্ডে ২৯*, জঙ্গুয়ে ১; খলিল ৩-০-২৮-০, মুকেশ ৩-০-১৬-১, বিষ্ণই ৪-২-১৩-৪, আভিশেক ২-০-১৭-০, আভেশ ৪-০-২৯-১, ওয়াশিংটন ৪-০-১১-২)

ভারত: ১৯.৫ ওভারে ১০২/১০ (অভিষেক ০, গিল ৩১, রুতুরাজ ৭, পারাগ ২, রিঙ্কু ০, জুরেল ৬, ওয়াশিংটন ২৭*, বিষ্ণই ৯, আভেশ ১৬; বেনেট ১-১-০-১, মাসাকাদজা ৩-০-১৫-১, চাটারা ৩.৫-১-১৬-৩, মুজারাবানি ৪-০-১৭-১, জঙ্গুয়ে ৪-০-২৮-১, রাজা ৪-০-২৫-৩)

সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে জিম্বাবুয়ে ম্যাচসেরা: সিকান্দার রাজা

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৭ জুলাই ২০২৪

Scroll to Top