বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম

বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম

রিয়াল মাদ্রিদের কিংবদন্তি সভাপতি সান্তিয়াগো বার্নাব্যুর নামে বিখ্যাত এই স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে। ১৯৪৭ সাল থেকে এটিকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছে রিয়াল। ১৯৬৪ ইউরো, ১৯৮২ বিশ্বকাপ, এল ক্লাসিকো, চারটি চ্যাম্পিয়নস লিগের ফাইনালসহ অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন করেছে সান্তিয়াগো বার্নাব্যু। আলফ্রেডো ডি স্টেফানো, পাকো হেন্তো, রাউল গঞ্জালেস, রোনালদো নাজারিও, জিনেদিন জিদান, লুইস ফিগো, ইকার ক্যাসিয়াস, ক্রিস্টিয়ানো রোনালদো থেকে হালের ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে—এমন তারকাদের ফুটবলশৈলীর সাক্ষী হয়ে আছে এই মাঠ। ২০২৪ সালে সর্বশেষ সংস্কারকাজ শেষ হওয়ার পর সান্তিয়াগো বার্নাব্যুর দর্শক ধারণক্ষমতা বেড়ে হয়েছে ৮৫০০০। ৪০ কোটি ইউরো খরচ করে বসানো হয়েছে অত্যাধুনিক ছাদ, যা চাইলেই খোলা ও বন্ধ করা যায়। স্টেডিয়ামের বহির্ভাগ তৈরি করা হয়েছে রুপালি স্ল্যাট দিয়ে, যা মাঠের তাপমাত্রা ঠান্ডা রাখতে সহায়তা করে। ২০৩০ বিশ্বকাপ ফাইনাল সান্তিয়াগো বার্নাব্যুতেই হওয়ার কথা।

Scroll to Top