ঢাকা, ১৬ এপ্রিল – বিশ্বব্যাপী জনপ্রিয় অনলাইন ভিত্তিক ডাটাবেজ আইএমডিবির (ইন্টারনেট মুভি ডেটাবেজ) তালিকায় উঠে এসেছে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা আইএমডিবির সেরা ১০০ জনপ্রিয় সিনেমার তালিকায় ৪৪তম স্থানে রয়েছে।
আইএমডিবির চার্টে দেখা গেছে, প্রথমেই রয়েছে হলিউড সিনেমা ‘আ মাইনক্রাফট মুভি’। এছাড়াও স্নো হোয়াইট, অ্যানোরা, সুপারম্যান, মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং, সিকান্দার, ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড এর পাশাপাশি জায়গা করে নিয়েছে ঢাকাই সিনেমা ‘বরবাদ’।
আইএমডিবিতে সিনেমাটি ৭.৪ রেটিং পেয়েছে। যে হিসেবে বরবাদ ইতিবাচক রিভিউ’ই পেয়েছে চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে।
হলিউড, বলিউডের সঙ্গে আইএমডিবি চার্টে বাংলাদেশি সিনেমার স্থান পাওয়াকে গর্ব হিসেবে দেখেছেন ‘বরবাদ’ নির্মাতা মেহেদী হাসান হৃদয়।
এই পরিচালক বলেন, ‘আইএমডিবি চার্টে আমাদের সিনেমা ৪৪তম স্থানে জায়গা করে নিয়েছে, তাও জনপ্রিয় সিনেমা ক্যাটাগরিতে; এটা তো আমাদের জন্য অনেক আনন্দের, গর্বের। আমাদের দেশি সিনেমা এখন বিদেশে মুক্তি পাচ্ছে, এখন আইএমডিবিতে জায়গা করে নিচ্ছে। তার মানে আমাদের বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক স্তরে যাচ্ছে। এটা অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই আনন্দের, একইসঙ্গে সবার জন্য গর্বের।’
ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘বরবাদ’ রীতিমতো ঝড় তুলেছে সিনেমা ইন্ডাস্ট্রিতে। প্রযোজক শাহরিন আক্তার দেওয়া তথ্যমতে, প্রথম ৭ দিনে সিনেমার গ্রস কালেকশন ছিল সাড়ে ২৭ কোটি টাকা। পরবর্তী ৪ দিনে ছিল ১০ কোটির বেশি। সে হিসেবে অঙ্কটা দাঁড়ায় ৩৭ কোটিরও বেশি।
তিনি আরও জানালেন, মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে শো-এর সংখ্যা না কমলে এই সপ্তাহেই বরবাদের আয় ছাঁড়িয়ে যেতে পারে ৫০ কোটি টাকা।
এই প্রযোজক আশা করছেন, ঈদুল আজহা পর্যন্ত বরবাদের এই দাপট প্রেক্ষাগৃহে বজায় থাকবে। সে হিসেবে তাদের হাতে আছে এখনও প্রায় দেড় মাস। যদি আয়ের এই ধারাবাহিকতা বজায় থাকে তাহলে এই সিনেমার গ্রস কালেকশন ১০০ কোটিও ছুঁয়ে ফেলতে পারে।
এনএন