বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার শেষ দুই ম্যাচের সময় জানা গেল | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার শেষ দুই ম্যাচের সময় জানা গেল | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

লাতিন আমেরিকা থেকে ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ব্রাজিল ও ইকুয়েডর। চলতি বছরের সেপ্টেম্বরে শেষ হবে লাতিন অঞ্চলের বাছাইপর্বের সবগুলো ম্যাচ। আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করলেও দলটির এখনো দুই ম্যাচ বাকি। ২০তম বারের মত বিশ্বআসরে অংশ নিতে যাচ্ছে আর্জেন্টিনা।

শেষ দুই ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির দল মুখোমুখি হবে ভেনিজুয়েলা ও ইকুয়েডরের। বিশ্বকাপ বাছাইয়ের শেষ ৫ ম্যাচের ৪টি জয় ও একটিতে ড্র করেছে আলবিসেলেস্তেরা। ইকুয়েডর বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলেও ভেনিজুয়েলাকে যেতে হবে কঠিন সমীকরণের মধ্য দিয়ে।

আর্জেন্টিনার বাকি থাকা দুই ম্যাচের প্রথমটি ৫ সেপ্টেম্বর ভেনিজুয়েলার বিপক্ষে। খেলা হবে আর্জেন্টিনার ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সে, বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।

দ্বিতীয় ম্যাচ ১০ সেপ্টেম্বর, খেলা হবে ইকুয়েডরের গুয়াকালিতে। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামবে বাংলাদেশ সময় ভোর ৫ টায়।

লাতিন অঞ্চলের বাছাইয়ে টেবিলের শীর্ষে আর্জেন্টিনা, তাদের পয়েন্ট ৩৫। ১৬ ম্যাচ শেষে কাতার বিশ্বচ্যাম্পিয়নরা জয় পেয়েছে ১১ ম্যাচে, ড্র করেছে দুটিতে এবং হেরেছে তিনটিতে। ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইকুয়েডর এবং সমান ২৫ পয়েন্ট নিয়ে তিনে ব্রাজিল।

Scroll to Top