বিশ্বকাপ বাছাইপর্বের আম্পায়ার তালিকায় বাংলাদেশের যারা | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপ বাছাইপর্বের আম্পায়ার তালিকায় বাংলাদেশের যারা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ১০ জনের আম্পায়ার প্যানেল ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই আম্পায়ার। মাসুদুর রহমান মুকুল ও সাথিরা জাকির জেসি।

৯ থেকে ১৯ এপ্রিল শুরু হতে চলা ছয় দলের বাছাইপর্বে সেরা দুদল মূল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাছাইপর্ব হবে পাকিস্তানে। তালিকায় নেই ভারতীয় কোনো আম্পায়ার।

আয়োজক পাকিস্তান থেকে আম্পায়ার প্যানেলে আছেন ফয়সাল খান আফ্রিদি ও সালিমা ইমতিয়াজ। রাখা হয়েছে অস্ট্রেলিয়ার ডোনোভান কচ, সাউথ আফ্রিকার বাবস গকুমা, ওয়েস্ট ইন্ডিজের ক্যান্ডেস লা বোর্ড, জিম্বাবুয়ের সারাহ ডাম্বানেভানা, নিউজিল্যান্ডের শন হেইগ ও শ্রীলঙ্কার দেদুনু দি সিলভাকে।

ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তানের আলী নাকভি, নিউজিল্যান্ডের ট্রুডি অ্যান্ডারসন, সাউথ আফ্রিকার শান্দ্রে ফ্রিটজ।

রেফারি: আলী নকভি (পাকিস্তান), শানড্রে ফ্রিটজ (সাউথ আফ্রিকা), ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)।
আম্পায়ার: ব্যাবস কুমা (সাউথ আফ্রিকা), ক্যানডেস লা বোর্দে (ওয়েস্ট ইন্ডিজ), দেদুনি ডি সিলভা (শ্রীলঙ্কা), ডনোভান কোচ (অস্ট্রেলিয়া), ফয়সাল খান আফ্রিদি (পাকিস্তান), মাসুদুর রহমান মুকুল (বাংলাদেশ), সালেমা ইমতিয়াজ (পাকিস্তান), সারাহ দাম্বানেভানা (জিম্বাবুয়ে), সাথিরা জাকির জেসি (বাংলাদেশ), শন হেইগ (নিউজিল্যান্ড)।

Scroll to Top