কাঁধের চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন পাকিস্তানের ফাস্ট বোলার নাসিম শাহ। দুবাইয়ে করা স্ক্যানের রিপোর্ট অনুযায়ী ধারণার চেয়ে অনেক বেশি ইনজুর্ড তিনি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পুনরায় টেস্টের পর সিদ্ধান্ত নেবে তারা।
‘ইসপিএন ক্রিকইনফো’র এক প্রতিবেদন অনুযায়ী, চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে যেতে পারেন নাসিম। বিশ্বকাপ তো খেলতে পারবেনই না। ২০২৪ এর শুরুতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টেস্ট, এমনকি পরবর্তী পাকিস্তান সুপার লিগও (পিএসএল) মিস করতে পারেন ২০ বছর বয়সী এই বোলার।
ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে রিজার্ভ ডে’তে ইনজুরির কারণে মাঠ ছেড়েছিলেন নাসিম। পরে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যান তিনি। বোলিংয়ের সময় কাঁধের ঠিক নিচের পেশীতে চোট পেয়েছিলেন ডানহাতি এ বোলার। পরে নাসিমের বদলে জামান খানকে দলে নিয়েছিল পাকিস্তান।
বিশ্বকাপ ও অস্ট্রেলিয়া সিরিজে নাসিমের না থাকা বড় ধাক্কা হবে পাকিস্তানের জন্য। গত এক বছরে দুর্দান্ত পারফর্ম করেছেন। বর্তমানে পাকিস্তানের সেরা তিন পেসারের মধ্যে অন্যতম তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে আসার পর পিঠের চোটের কারণে প্রায় ১৪ মাস মাঠের বাইরে ছিলেন নাসিম। ফেরার ছয় সপ্তাহ পর আবারও কাঁধের চোটের কারণে এক মাসের জন্য ছিটকে পড়েছিলেন।
আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে বিশ্বকাপ। ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে পাকিস্তান।