ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের ছিটকে যাওয়ার বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় বাঁ হাতের তর্জনীতে চোট পান সাকিব। সেই সময় ব্যথা নাশক ট্যাবলেট খেয়ে খেলেছেন টাইগার অধিনায়ক। ম্যাচ শেষে এক্স-রে করার পর জানা যায় বিশ্বকাপে আর খেলা হচ্ছে না তার।
সাকিবের ইনজুরির বিষয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, “ইনিংসের শুরুতে বাঁ হাতের তর্জনীতে ব্যথা পান সাকিব কিন্তু, ব্যথা নাশক ঔষধ খেয়ে খেলা চালিয়ে যান তিনি। ম্যাচ শেষে দিল্লীতে এক্স-রে করানোর পর টাইগার অধিনায়কের আঙুলে চিড় ধরা পড়ে। ইনজুরি থেকে সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। রিহ্যাবের উদ্দেশ্যে আজ (মঙ্গলবার) দেশে ফিরবেন সাকিব”
শ্রীলঙ্কার বিপক্ষে অলরাউন্ড পারফর্ম্যান্স করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন টাইগার অধিনায়ক। বল হাতে দুই উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে খেলেন ৬৫ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস। তাতেই তিন উইকেটের জয় পায় বাংলাদেশ।